#মালদহ: মালদহের আমকে বিশ্বের দরবারে পৌঁছোনর উদ্যোগ রাজ্য সরকারের। বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় ১০ বছর ধরে কার্যত বন্ধ আম রফতানি। এই অবস্থায় আমের বাজার না পাওয়া নিয়ে সমস্যায় পড়েছিলেন আমচাষি ও ব্যবসায়ীরা। সমস্যা মিটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মালদহের আমের বিকল্প বাজার তৈরি হচ্ছে বিদেশে।
আরও পড়ুন: এগিয়ে বাংলা: জয়নগর-নবান্ন বাস পরিষেবা
মালদহে এবার তিন লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপন্ন হয়েছে। জেলার ৩২ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। আম উৎপাদন ও বাজারের সঙ্গে জড়িত প্রায় দু'লক্ষ মানুষের জীবিকা। বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় আম রফতানি কার্যত বন্ধ। ব্যবসায়ীদের উদ্বেগ কাটাতে বিদেশেও মালদহের আমের বাজার তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশে উদ্যোগী রাজ্যের উদ্যান পালন দফতর। দিল্লির আম উৎসবে কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আম রফতানি নিয়ে কথা হয়েছে রাজ্যের।বিদেশে মালদহের আম রফতানি --------------------------------- - দুবাই, সিঙ্গাপুর, আমেরিকায় আম রফতানি নিয়ে কথা - আম রফতানি নিয়ে কথা ইজরায়েল, নেপাল, ভুটান, মায়ানমারেও - নমুনা পরীক্ষা করে সবুজ সংকেত দিয়েছে দুবাই, সিঙ্গাপুর
মালদহের আম বিদেশে রফতািন করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে।
আমের মান রক্ষায় পদক্ষেপ -----------------------------
- আম কীটনাশক মুক্ত করতে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট - আমের মান নিয়ে নজরদারিেত বিশেষ শাখা অফিস - প্রয়োজনীয় শংসাপত্রও দেওয়ার ব্যবস্থা - সরকারিভাবে বিশেষজ্ঞ নিয়োগ
ইতিমধ্যেই পঞ্জাব ও মধ্যপ্রদেশেও পৌঁছে গিয়েছে মালদহের আম। আমের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ওই রাজ্যের ব্যবসায়ীরা।
আরও পড়ুন: #EgiyeBangla: ট্রাফিক আইন নিয়ে শিশুদের সচেতন করতে রাজ্যে চালু হয়েছে ট্রাফিক পার্ক
নিপা ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়েছিল আমের বাজারে। ব্যবসায়ীদের মতে গত পাঁচ বছরের মধ্যে কখনও আমের বাজারে এমন মন্দা হয়নি। বিদেশে মালদহের আমের স্থায়ী বাজার তৈরি হলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি।
আরও পড়ুন: #EgiyeBangla: পর্যটক টানতে এগ্রি টুরিজমের ভাবনা রাজ্যের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egiye Bangla, Mamata Banerjee