#EgiyeBangla: জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণে কাটা হচ্ছে ক্যানাল

Last Updated:

গতবছরের বন্যা থেকে শিক্ষা নিয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ। হেমতাবাদ পঞ্চায়েতের মহাজমবাড়িতে কাটা হচ্ছে ক্যানাল।

#হেমতাবাদ: গতবছরের বন্যা থেকে শিক্ষা নিয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ। হেমতাবাদ পঞ্চায়েতের মহাজমবাড়িতে কাটা হচ্ছে ক্যানাল। জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় ক্যানাল থেকে কাটা জল কুলিক নদীতে ফেলা হবে। অন্যদিকে ক্যানালের জলে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা যাবে।
নাগাড়ে বৃষ্টি। গতবছর ভেসে গিয়েছিল হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা। জল ঢুকেছিল বহু বাড়িতে। নষ্ট হয়েছিল বিঘার পর বিঘা চাষের জমির ফসল। দুশ্চিন্তা ঘনিয়েছিল বাসিন্দাদের জীবনে।
advertisement
গতবছরের বন্যা থেকে শিক্ষা নিয়েছে হেমতাবাদ। গতবছর মহাজমবাড়িতে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের মহাজমবাড়িতে বন্যার জল বের হওয়ার রাস্তা না থাকায় জমা জলে দূষণ ছড়িয়েছিল। এবছর ওই এলাকায় কাটা হচ্ছে ক্যানাল। ক্যানালের কাজ শেষ হলে উপকার পাবেন মহাজমবাড়ি, কাশেমপুর, দেহচি ও কান্তর-সহ বিস্তীর্ণ এলাকা।
advertisement
ক্যানাল কেটে বন্যা নিয়ন্ত্রণ
----------------------------
- কুলিক নদী পর্যন্ত ৩ কিলোমিটার ক্যানাল তৈরি
- খরচ ২৫ লক্ষ টাকা
- জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় আনা হয়েছে
- ক্যানালের মাধ্যমে বর্ষার জল কুলিক নদীতে মিশবে
- ক্যানালের জল দিয়ে সেচের কাজ
পঞ্চায়েতের এই কাজে খুশি এলাকার মানুষও।
advertisement
বন্যার ভয়াবহ স্মৃতি আজও টাটকা। হেমতাবাদ চাইছে না আর তাড়া করুক আতঙ্ক। ক্যানালের জলে যেন খেলা করে হেমতাবাদের আশা-প্রত্যাশা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#EgiyeBangla: জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণে কাটা হচ্ছে ক্যানাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement