ভাতের সঙ্গে সর্ষে ইলিশ থেকে তন্ত্র-মন্ত্র, কিছুই বাদ নেই লাল-হলুদ শিলিগুড়িতে

Last Updated:
#শিলিগুড়ি: একটা ফুটবল ম্যাচ ঘিরে পুজোর আনন্দ শহরে। লড়াই চিরন্তন ঘটি ও বাঙালের, ইলিশ -চিংড়ির ৷ মরশুমের প্রথম ডার্বি ম্যাচ, ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াইকে কেন্দ্র করে শিলিগুড়ির রং লাল-হলুদ।
শনিবার বাগানের অনুশীলন দেখে মনে হল গোটা দলের যেন দ্বীপান্তর হয়েছে। লোকে বলে শিলিগুড়ি শহরে আতস কাচ ফেললেও বাগান সমর্থক বার করা মুশকিল। সেই শহরেই বাগান ভার্সেস ইস্টবেঙ্গল। উত্তেজনা আঁচ করেই রবিবার বড় ম্যাচকে কেন্দ্র করে মাঠের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
ইস্টবেঙ্গল দল তখন শেষবেলার অনুশীলনে ব্যস্ত । হঠাৎ এক ভদ্রলোককে ঘিরে তুমুল উন্মাদনা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নাম বিশ্বপ্রকাশ সরকার। থাকেন বারাসতে। লাল-হলুদের অনুরোধেই তিনি নাকি এসেছেন শিলিগুড়িতে।
advertisement
advertisement
পোশাকে পুরোহিত, আদতে ক্রীড়া সন্যাসী। তাঁর মন্ত্রেই নাকি দশম আই লিগে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। আইজলের কাছে আটকাতেই তাঁর মন্ত্রে জয়যোগ চলছে মর্গ্যানের দলে। এটা একটা রং। এবার স্টেডিয়ামের নীচের ফুডপ্লাজা। ও বাবা, এতো আস্ত একটা ইস্টবেঙ্গল তাঁবু। রান্না ঘরে গিয়ে উঁকি মারতেই অসময়ের ইলিশ। ছাঁকা তেলে চলছে সরষে দিয়ে রান্না। আর গরম ভাতের সঙ্গে.....
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভাতের সঙ্গে সর্ষে ইলিশ থেকে তন্ত্র-মন্ত্র, কিছুই বাদ নেই লাল-হলুদ শিলিগুড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement