ছুটির মেজাজে পুজোর উৎসবে মেতে উঠলেন সাংসদ মনোজ টিজ্ঞা
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: সারাবছর বিভিন্ন কাজে ব্যস্ততা লেগেই থাকে। কখনও দিল্লি আবার কখনও নিজের এলাকায় বিভিন্ন কাজ করতে দেখা যায় সাংসদ মনোজ টিজ্ঞাকে। পুজোর দিনগুলি কেমন কাটান সাংসদ? জানালেন খোদ সাংসদ মনোজ টিজ্ঞা।
মাদারিহাট, অনন্যা দে: সারাবছর বিভিন্ন কাজে ব্যস্ততা লেগেই থাকে। কখনও দিল্লি আবার কখনও নিজের এলাকায় বিভিন্ন কাজ করতে দেখা যায় সাংসদ মনোজ টিজ্ঞাকে। পুজোর দিনগুলি কেমন কাটান সাংসদ? জানালেন খোদ সাংসদ মনোজ টিজ্ঞা।
পুজোর দিনগুলিতে কাজ করা না পসন্দ সাংসদের। পুজো মানেই কাজ থেকে ছুটি। পুজো মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করা সাংসদের কাছে। ষষ্ঠীর দিন থেকে পুজোয় ঘুরে বেড়াতে দেখা গেল সাংসদকে। সাংসদের বাড়ির কাছেই মাদারিহাট ৪ নং কলোনির পুজো মণ্ডপ। সেখানেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাঁকে।
advertisement
advertisement
মাদারিহাটের এই পুজো পর্যটকদের পুজো নামেও পরিচিত। জলদাপাড়ায় যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাঁরা এই পুজোতে এসে পুজো দেখেন। অষ্টমীর অঞ্জলি দেন। এই পুজোর এবারের থিম বাহুবলি সিনেমার মাহেশমতি সাম্রাজ্য। প্রতিমাতেও রয়েছে বিশেষ বার্তা। একটি মন ভাল করা পুজো হয়েছে এটি বলে জানিয়েছেন সাংসদ। এই পুজোতে সাংসদ মনোজ টিজ্ঞাকে দেখে আপ্লুত জনসাধারণ। সেলফিতে মত্ত থাকতে দেখা গেল তাঁদের।
advertisement
সাংসদ মনোজ টিজ্ঞা জানান, ‘‘পুজোর জন্য অপেক্ষা করে থাকি। পুজো মানেই আমার কাছে শুধু ছুটি। বীরপাড়া থেকে মাদারিহাট ঘুরে বেরনো। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাওয়া। পুরনো দিনের স্মৃতিচারণ। সারা বছর কাজ করি পুজোর ক’টা দিন শুধুই আনন্দ করতে ইচ্ছে হয়। পাড়ার পুজোগুলিতে যাই। মায়ের দর্শন করি। পুজোর প্রসাদ খাই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
September 29, 2025 3:24 PM IST