Durga Puja 2024: তন্ত্রশক্তির নানা বিষয় ফুটে উঠছে পুজো মণ্ডপে! এবারের পুজোয় নজরকাড়া আকর্ষণ দিনহাটায়

Last Updated:

দিনহাটা গোসানি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম ‘তন্ত্রশক্তি’। এবার তাঁদের পুজো ৫৭তম বর্ষে পড়তে চলেছে। প্রতি বছরই এই পুজো আগ্রহ সৃষ্টি করে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে।

+
থিমের

থিমের কাজ

কোচবিহার: ইতিমধ্যেই দুর্গা পুজোর মণ্ডপের নির্মাণের কাজ বেশিরভাগ এলাকাতেই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আর বেশ কিছু এলাকায় তোর জড়ের সঙ্গে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। প্রতিবছরের মতন এবারও দিনহাটা মহকুমায় বেশ ভাল এবং বড় মাপের দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে।
দিনহাটা গোসানি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম ‘তন্ত্রশক্তি’। এবার তাঁদের পুজো ৫৭তম বর্ষে পড়তে চলেছে। প্রতি বছরই এই পুজো আগ্রহ সৃষ্টি করে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে। আর এই বছরেও তার ব্যতিক্রম হবেনা। মেদিনীপুরের শিল্পী প্রশান্ত দাস তৈরি করছেন এই পুজোর থিম।
থিমের এক কারিগর সঞ্জীব মান্না জানান, “সকলেই কম বেশি জানে, যে সময় চিকিৎসকরা ছিলেন না সে সময় কবিরাজের পাশাপাশি তান্ত্রিকরা বিভিন্ন গাছগাছড়া দিয়ে রোগ নিরাময় করতেন। এখন দেখা যাচ্ছে এই তান্ত্রিকদের একটা অংশ অসাধু কাজে যুক্ত হয়ে যাচ্ছে। তাই মা তান্ত্রিক বেশে সেই অসাধু চক্রকেই বিনাশ করতে চাইছেন। এই বিষয়টিকে ধরেই গোটা থিমের কাজ করা হয়েছে। মন্দির তৈরিতে সমস্ত প্রাকৃতিক উপাদান যেমন তালশাঁস, গাছের মরা ডাল, সুতো, কাপড় পাটকাঠির মতো উপাদান ব্যবহার করা হচ্ছে। মণ্ডপে প্রতিটি কোণে তন্ত্রসাধনার বিভিন্ন চিহ্ন নজরে পড়বে।”
advertisement
advertisement
ক্লাবের এক সদস্য সুশান্ত সরকার জানান, “বিগত বছরের মতন এই বছরের তাঁদের ক্লাবের দুর্গা পুজোতেও বিশেষ আকর্ষণ রয়েছে। চলতি বছরে তন্ত্র শক্তির ওপর বিশেষ থিম তৈরি করা হচ্ছে। যেখানে বর্তমান সময় তন্ত্র-শক্তির বিভিন্ন খারাপ বিষয়গুলিকে তুলে ধরা হবে।মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় শিল্পের অসাধারন কাজ দেখতে পাওয়া যাবে। এছাড়াও থাকবে আকর্ষণীয় আলোকসজ্জা। থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা। মেদিনীপুরের শিল্পীদের দ্বারা দুর্গা প্রতিমা ও পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে দীর্ঘ দেড় মাস ধরে।”
advertisement
চলতি বছরে দুর্গাপুজোয় দিনহাটা মহকুমার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে এই পুজোটি অন্যতম। ৫৭ তম বছরের দুর্গা পুজোয় বহু দর্শনার্থী ও পুনার্থীদের মন আকর্ষণ করবে দিনহাটা গোসানি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। তাইতো এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: তন্ত্রশক্তির নানা বিষয় ফুটে উঠছে পুজো মণ্ডপে! এবারের পুজোয় নজরকাড়া আকর্ষণ দিনহাটায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement