Sitong Road Accident: রাতে খাদে পড়ল গাড়ি, সিটংয়ে পঞ্চায়েত সদস্য সহ মৃত ৩! শুনশান পাহাড়ে জানতেও পারল না কেউ, সকালে উদ্ধার দেহ

Last Updated:

রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও এ দিন সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা৷

সিটংয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷
সিটংয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷
সিটং: কার্শিয়ংয়ের সিটংয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের৷ স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে খাদে পড়ে যায় একটি গাড়ি৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক৷
রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও এ দিন সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা৷ কারণ, রাতে শুনাশান পাহাড়ি এলাকায় গাড়িটি যে খাদে পড়ে গিয়েছে তা জানতেই পারেননি কেউ৷ এ দিন সকালে গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখার পড়েই শুরু হয় উদ্ধারকাজ৷
জানা গিয়েছে, মৃত তিনজনের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং৷ মৃত বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েত সদস্য৷ তিনি বিজিপিএম দলের সদস্য ছিলেন।
advertisement
advertisement
দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷ তবে তিন যাত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় গাড়ি চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাঁকে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কার্শিয়ং থানার পুলিশ৷ কিছুটা সুস্থ হলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sitong Road Accident: রাতে খাদে পড়ল গাড়ি, সিটংয়ে পঞ্চায়েত সদস্য সহ মৃত ৩! শুনশান পাহাড়ে জানতেও পারল না কেউ, সকালে উদ্ধার দেহ
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement