#দার্জিলিং: বড়দিনের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান ? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে হাজির রেল। রুট বদল হওয়ায় দার্জিলিং মেলের যাত্রাপথ এবার বেশ কিছুটা কমে যাচ্ছে। নতুন রুটে প্রায় দেড়ঘণ্টা আগেই পৌঁছনো যাবে নিউ জলপাইগুড়িতে। সব জটিলতা কাটিয়ে ডিসেম্বরের শেষেই খুলে যাচ্ছে নতুন রুট। ভ্রমণপ্রেমীদের জন্য যা অবশ্যই সুখবর ।
আরও কাছে তাই আসছে পাহাড়। আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে শৈলশহরের কোলে। সৌজন্যে ভারতীয় রেল। খুব তাড়াতাড়ি নতুন রুটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দার্জিলিং মেল। যাত্রাপথ আগের থেকে কমে যাওয়ায় সফরের সময় কমছে অনেকটাই।
রুট বদল যাওয়ায় পর্যটকদের পাশাপাশি আরও কয়েকটি সুবিধার আশায় রেলকর্তারা।
বিকল্প রুট থাকায় অনেক সমস্যা এড়ানো যাবেঅনেক বেশি মানুষ এর ফলে রেল পরিষেবার সুযোগ পাবেনপণ্য পরিবহণ ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেনযাত্রা পথ কমায় ট্রেনের খরচ কমবেভবিষ্যতে সেই অনুপাতে ভাড়া কমারও সম্ভাবনা
দার্জিলিং মেলের রুটবদলের কথা একবছর আগেই জানিয়েছিল পূর্ব রেল। সেই সময়ে ২০১৭ এর ডিসেম্বরের মধ্যেই নতুন রুট চালুর কথা জানানো হয়। সেই সময়সীমা মেনেই নতুন দৃষ্টান্ত তৈরি করল পূর্ব রেল।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling Mail, New Route, NJP