Darjeeling: এর মধ্যে দার্জিলিং সহ পাহাড়ে যাওয়ার প্ল্যান? অবস্থা ভাল নয় কিন্তু! ভয়ঙ্কর মৃত্যুও ঘটে গেল
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling: টানা বৃষ্টির জেরে ফের পাহাড়ে ধস! দার্জিলিংয়ের সুখিয়ায় ধসে চাপা পড়ে মৃত ১।
দার্জিলিং: উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিপাতের জেরে ফের পাহাড়ে ধস। লাগাতার বৃষ্টিতে একাধিকবার বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক।
বৃহস্পতিবার ফের পাহাড়ে ধস নামল। ধসের জেরে মৃত এক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামে। জানা গিয়েছে, সেই গ্রামের বাসিন্দা বছর আটাত্তরের রঘুবীর রাই ধসে চাপা পরে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতে ছিলেন ওই বৃদ্ধ। বাড়ির বাকি চারজন সদস্য ধসের সময় বেরিয়ে যেতে পারলেও রান্না ঘরে আটকে যান ওই বৃদ্ধ। আর ধসে চাপা পরে প্রাণ হারান। এরপর বিপর্যয় মোকাবিলা দল এবং সুখিয়াপোখরি থানার পুলিশ দেহটি উদ্ধার করে।
advertisement
advertisement
টানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধস নামছে। ধসের আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসী থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের। পর্যটনের ভরা মরশুমে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের।
advertisement
— সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 2:02 PM IST