Cauliflower Cultivation: শীত মানেই ফুলকপি, কিন্তু পোকা থেকে বাঁচবেন কী করে? উপায় বললেন বিশেষজ্ঞ

Last Updated:

সামান্য খেয়াল রাখলেই এই ফুলকপির চাষ থেকেও মুনাফা লাভ করা সম্ভব।

+
ফুলকপি

ফুলকপি চাষ

কোচবিহার: ফুলকপি মূলত শীতকালীন সবজি। শীতের  সময়ে এই সবজি চাষ করে থাকেন জেলার বহু কৃষক। তবে লাভের আশায় চাষ করা এই সবজি চাষে ক্ষতি হয় প্রচুর। সঠিক সময়ে সঠিক ভাবে চাষ করতে না পারলে রোগ পোকার আক্রমণ ও নানা সমস্যায় এই চাষে ক্ষতি হয়ে থাকে। এছাড়া পোকার আক্রমণ হওয়া এই ফুলকপি বাজার জাত করলে সঠিক মুনাফা পাওয়া যায় না। তবে এর থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। খেয়াল রাখতে হয় কিছু বিষয়ের দিকে। বীজ রোপণ থেকে শুরু করে চারা গাছ রোপণ করা পর্যন্ত খেয়াল রাখতে হয় সর্বোচ্চ। তবে তারপরেও সামান্য খেয়াল রাখলেই এই চাষ থেকেও দারুণ মুনাফা লাভ করা সম্ভব।
কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের শস্যের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড: সূরজ সরকার জানান, “বীজ রোপণের আগে বীজ ভাল করে শোধন করে নেওয়া উচিত। যাতে তাতে কোন ফাঙ্গাস বা ভাইরাস না থাকে। এছাড়া চারার বেড তৈরি করার সময় মশারির নেট ব্যাবহার করলে রোগ পোকার আক্রমণ কম হয়। ফুলকপি চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি ৫-৭ টন গোবর সার প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া পচা গোবর জমি তৈরির সময় ৫০ কেজি দিতে হবে। ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা সারি থেকে সারি ৫০ সে.মি. (২০ ইঞ্চি) এবং চারা থেকে চারা ৪০ সে.মি. (১৬ ইঞ্চি) দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে। প্রথম ও দ্বিতীয়বার সার উপরি প্রয়োগের পর পরই সারির দু’পাশের মাটি আলগা করে গাছের গোড়ায় তুলে দিতে হবে।”
advertisement
এছাড়াও তিনি আরোও জানান, “পোকা গাছের কচি পাতা, ডগা ও পাতা খেয়ে নষ্ট করে ফেলে। ফুলকপির সবচেয়ে ক্ষতিকর পোকা হলো লেদা পোকা। ফুলকপির রোগের মধ্যে ঢলে পড়া এবং মূলের গিট রোগ উল্লেখযোগ্য। এর আক্রমণে রোদের সময় গাছ পাতা ঢলে পড়ে। শিকড় ফুলে স্থানে স্থানে মোটা হয়। ফুলকপি রোগের মধ্যে ঢলে পড়া এবং মূলের গিট রোগ উল্লেখযোগ্য। এর আক্রমণে রোদের সময় গাছ ঢলে পড়ে। শিকড় ফুলে স্থানে স্থানে মোটা হয়ে যায়। মূল গিট রোগ এক প্রকার নেমাটোড দ্বারা সৃষ্টি। এতে মূলে গিট দেখা দেয়। মাটিতে চুন প্রয়োগ করলে এর থেকে সহজে উপকার পাওয়া যায়।” এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখলেই এই চাষ থেকে লাভ পাওয়া যাবে খুব সহজেই।
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cauliflower Cultivation: শীত মানেই ফুলকপি, কিন্তু পোকা থেকে বাঁচবেন কী করে? উপায় বললেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement