Coronavirus:পাহাড়েও বাড়ছে সংক্রমণ ! নেই বেড ! মিরিকে চালু হল সেফ হোম

Last Updated:

পরিস্থিতির মোকাবিলায় আজ থেকে মিরিকে চালু করা হলো সেফ হোম।

#শিলিগুড়ি: পাহাড়েও ক্রমেই বাড়ছে সংক্রমণ। শৈলশহর দার্জিলিং থেকে মিরিক। কার্শিয়ং থেকে কালিম্পং। পুর এলাকা তো বটেই পাহাড়ের প্রত্যন্ত গ্রামীন এলাকাতেও আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। ভরসা বলতে মহকুমা এবং সদর হাসপাতাল। সঙ্গে ত্রিবেণীতে কোভিড হাসপাতাল। সংকটজনক হলে নীচে সমতলের শিলিগুড়িতে নামিয়ে আনা। বেডের সংখ্যাও সীমিত পাহাড়ে। চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা। তবুই জেলা প্রশাসন এবং জিটিএ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পিঁছিয়ে নেই। ইতিমধ্যেই দার্জিলিং সদর হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রাংশ তুলে দিয়েছে প্রশাসন। সাংসদ রাজু বিস্তাও বেশ কয়েকটি গ্রামীণ এবং ব্লক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছে। তবুও চাপ কমেনি সরকারি হাসপাতালগুলোতে। বাড়ছে বেডের চাহিদা।
এদিকে পরিস্থিতির মোকাবিলায় আজ থেকে মিরিকে চালু করা হলো সেফ হোম। মিরিক কলেজে এই সেফ হোম চালু করা হল। যেখানে প্রাথমিক চিকিৎসা পরিষেবা মিলবে। এর আগে মিরিক মহকুমা হাসপাতালে করোনার চিকিৎসা চলছিল। সংকটজনক হলে অন্যত্র রেফার করা হত। সেই চাপ কমাতে বৃহস্পতিবার মিরিক ডিগ্রী কলেজকে সেফ হোম হিসেবে চালু করা হয়। প্রথম দফায় ৫০ টি বেড দিয়ে পথ চলা শুরু করলো এই সেফ হোম। থাকছে ২টি অক্সিজেন সিলিন্ডার। থাকবেন দুজন চিকিৎসক সহ নার্স ও স্বাস্থ্য কর্মী। আপাতত ২৫ টি পুরুষ ও ২৫টি বেড মহিলাদের জন্য রাখা হয়েছে। পরবর্তীতে সংক্রমণ আরও ছড়ালে প্রয়োজনে বাড়ানো হবে বেডের সংখ্যাও।
advertisement
জিটিএ এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগেই মিরিক কলেজকে সেফ হোম করা হয়েছে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরিক পুরসভার চেয়ারম্যান লাল বাহাদুর রাই, মহকুমাশাসক জামিল ফাতিমা সহ জিটিএ এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। সেফ হোম চালু হওয়ায় কিছুটা স্বস্তি মিরিকবাসীর। কেননা এখান থেকে ত্রিবেণী কোভিড হাসপাতাল অনেকটাই দূরে। নইলে ভরসা শিলিগুড়ি। মিরিকের মহকুমাশাসক জামিল ফাতিমা বলেন, "এখন থেকে এই সেফ হোমেই সন্দেহজনক করোনা আক্রান্তদের আর অন্যত্র যেতে হবে না। এখানেই সেই পরিষেবা মিলবে। প্রয়োজনে অন্যত্র রেফার করা হবে। সমস্যাটা কিছুটা কাটলো।"
advertisement
advertisement
Partha Sarkar
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coronavirus:পাহাড়েও বাড়ছে সংক্রমণ ! নেই বেড ! মিরিকে চালু হল সেফ হোম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement