ভোট আসে ভোট যায়, কিন্তু হাল ফেরে না এই চা বাগানের শ্রমিকদের...
Last Updated:
#আলিপুরদুয়ার: ভোট আসে, ভোট যায়। শ্রমিকদের সাদাকালো বস্তিতে ভিড় জমে লাল, নীল, গেরুয়ার। কিন্তু, দিন বদলায় না আলিপুরদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগানের। কুড়ি বছর বন্ধ বাগান। ২০ বছর বন্ধ আলিপুরদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগান, অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কথা রাখেনি৷
এই হল আলিপুদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগান। কুড়ি বছর বন্ধ। বাগানের সর্বত্র ছড়িয়ে তার চিহ্ন। কেউ কোত্থাও নেই। টিনের ছাউনির তলায় অপার নৈঃশব্দ। সিঁড়ি যেন উঠে গেছে অনন্ত শূন্যতায়। দু’বেলা পেট ভরাতে শ্রমিকরা রোজ যুদ্ধ চালান। আর অপেক্ষা করেন অবসরে। তবু ভোট আসে, ভোট যায়। প্রতিবার স্বপ্ন বুনতে থাকে চা বাগান।
advertisement
শেষবার কবে খুলেছে বাগান? ভুলে গেছেন অনেকেই। ভোটের লাইনে দাঁড়িয়ে বিড়বিড় করেন শ্রমিকরা। কাজ চাই, কাজ। চা শিল্পেই চলে উত্তরবঙ্গের রাজনীতি, খালি পেটে হাসি মুখে ভোটের লাইনে, মনে আশা, কেউ তো কথা রাখবে
advertisement
অভাব অনটন নিত্যসঙ্গী। তবু, আলো ছড়ায় শিশুর হাসি। বাবা ছেলের কাঁধ ছুঁয়ে বলে, দেখিস একদিন আমরাও... ভাল থাকার সেই চিঠি কবে আসবে? অপেক্ষায় থাকে বন্ধ চা বাগানের লেটার বক্স।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2019 8:04 PM IST