Clay Lamp: কেবল কালীপুজোর আগে নয়, সারা বছর ধরে এই গ্রামে তৈরি হয় মাটির প্রদীপ

Last Updated:

Clay Lamp: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়া যাওয়ার রাস্তার দু'ধারে বসবাস করেন বেশ কয়েকটি পরিবার। সকলেই পেশায় মৃৎশিল্পী। তাঁদের এই জীবিকা অর্ধ শতাব্দী প্রাচীন

+
মাটির

মাটির প্রদীপ 

উত্তর দিনাজপুর: এঁটেল মাটির দলায় হাতের ছোঁয়া লাগলেই তৈরি হয়ে যায় প্রদীপ। আর সেই মাটির প্রদীপ কেনার হিড়িক পড়ে বাড়ির দুয়ারে। এভাবেই আলোকিত হয় ঘর। শুধু দীপাবলি নয়, এই মাটির প্রদীপ বিক্রি করে সারা বছর আসে অর্থ। প্রদীপ তৈরি করেই জীবন জীবিকা নির্বাহ করেন এই গ্রামের মহিলারা।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়া যাওয়ার রাস্তার দু’ধারে বসবাস করেন বেশ কয়েকটি পরিবার। সকলেই পেশায় মৃৎশিল্পী। তাঁদের এই জীবিকা অর্ধ শতাব্দী প্রাচীন। সারা বছর এই গ্রামের বেশিরভাগ বাড়িতেই তৈরি হয় মাটির প্রদীপ। শিল্পীদের নিপুণ দক্ষতায় তৈরি হয় হরেক রকমের প্রদীপ। মাটির প্রদীপ তৈরি করেই সারাদিনে কেউ ৫০০ কেউ বা ১০০০ টাকা উপার্জন করেন।
advertisement
advertisement
সারা বছর বিয়ে, পুজো কিংবা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে এই প্রদীপগুলো ব্যবহার করা হয়। শুধু দীপাবলি নয়, তাঁদের তৈরি এই মাটির প্রদীপের সারা বছর চাহিদা থাকে। সারা বছর বিভিন্ন পাইকাররা এসে তাঁদের কাছ থেকে নিয়ে যান বিভিন্ন ধরনের মাটির প্রদীপ। পোড়ামাটির তৈরি এই রংবেরঙের প্রদীপ পৌঁছে যায় জেলার বিভিন্ন বাজারে বাজারে। প্রদীপের কারিগর জয়ন্তী রায় জানান, এই প্রদীপগুলো সারা বছর জুড়ে বিক্রি হয়। মহিলা, পুরুষ সবাই এই প্রদীপগুলো তৈরি করেন। গরিব এই পরিবারগুলোর সংসারের অন্ধকার দূর করতে ভরসা এই মাটির প্রদীপ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Clay Lamp: কেবল কালীপুজোর আগে নয়, সারা বছর ধরে এই গ্রামে তৈরি হয় মাটির প্রদীপ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement