জমি মাফিয়াদের নজর পড়েছে উত্তরবঙ্গে, রং না দেখে কড়া ব্যবস্থা নিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Last Updated:

উন্নয়ন হয়েছে। দক্ষিণবঙ্গের রোগ ধরেছে উত্তরবঙ্গেও। জমি মাফিয়াদের নজরে এখন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। দাম বেড়ে যাওয়ায় জমি দখলে সক্রিয় মাফিয়ারা।

#শিলিগুড়ি: উন্নয়ন হয়েছে। দক্ষিণবঙ্গের রোগ ধরেছে উত্তরবঙ্গেও। জমি মাফিয়াদের নজরে এখন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। দাম বেড়ে যাওয়ায় জমি দখলে সক্রিয় মাফিয়ারা। জড়িত প্রশাসনের একটি অংশও। ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি।
জমি মাফিয়াদের নজর পড়েছে উত্তরবঙ্গে। ব্যক্তিগত জমি তো বটেই, সরকারি জমিও দখল হয়ে যাচ্ছে। অভিনব কায়দায় জাল বিছিয়ে সক্রিয় জমি মাফিয়ারা। ডাবগ্রাম - ফুলবাড়ি ও শিলিগুড়ি বাইপাস এই দুটি জায়গাতেই জমি দখলের ঘটনা বেশি। এই প্রবণতা রুখতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
গত কয়েক বছরে রাজ্য সরকারের একের পর এক উন্নয়ন প্রকল্প। পরিকাঠামো উন্নয়নের হাত ধরে বদল গিয়েছে উত্তরবঙ্গ। গড়ে উঠেছে একের পর এক বহুতল ও আবাসন প্রকল্প। নতুন নতুন পর্যটন ক্ষেত্র গড়ে তোলার কাজও চলেছে। পুলিশ-প্রশাসনের সঙ্গে মাফিয়াদের একটি অংশেরও যোগাযোগ স্পষ্ট। যে কারণে রঙ না দেখেই কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জমি মাফিয়াদের নজর পড়েছে উত্তরবঙ্গে, রং না দেখে কড়া ব্যবস্থা নিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement