রাতের অন্ধকারে স্কুলের ভেতরে যা চলছিল! জানাজানি হতেই এলাকাজুড়ে তোলপাড়!
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
রাত হলেই স্কুলের ভিতরে অনৈতিক কাজকর্ম চলছে।সিসিটিভি ও বিদ্যূৎ বন্ধ করে স্কুলের ভেতরে ঢুকে পড়ছে যুবক যুবতীরা। এই কাজকর্ম চালাতে সাহায্য করছেন স্কুলের নৈশ প্রহরী দাবি গ্রামবাসীর।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: রাতের অন্ধকারে স্কুলের ভেতরে চলছে অসামাজিক কার্যকলাপ। সিসিটিভি ও বিদ্যুৎ বন্ধ করে স্কুলের ভেতরে ঢুকে পড়ছে যুবক যুবতীরা। স্কুলে রাতে যে নিরাপত্তারক্ষী থাকেন, তাঁকে ম্যানেজ করেই এই সব অশালীন কাজ হয়। আর সে সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য স্কুলের সিসিটিভি ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষী প্রতাপ উচ্চ বিদ্যালয়ের। গতকাল রাতে এক যুগল স্কুলে প্রবেশ করতেই ধরে ফেলে স্থানীয়রা। গ্রামবাসীদের আসতে দেখে স্কুলের পিছনের গেট দিয়ে ওই যুগল পালিয়ে যান। এনিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্কুল সূত্রে খবর, ওই বিদ্যালয়ের বৃদ্ধ নৈশপ্রহরী যুগলদের আশ্রয় দিচ্ছে। তাঁকে স্কুলের তরফে সাসপেন্ড করা হচ্ছে। এ নিয়ে পরিচলন সমিতির সঙ্গে বৈঠক করেন প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী।
আরও পড়ুন: জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটক সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব্যবসায়ীরা, কারণ জানুন
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে প্রতিদিনই যাতায়াত করছে যুবক যুবতীরা এই অভিযোগ উঠছিল বিগত বেশ কয়েক মাস আগে থেকেই। গতকাল রাতে হঠাৎ করেই বিদ্যালয়ের সিসি টিভি কানেকশন বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই এলাকার লোকজন গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, স্কুলের ভিতরে অনৈতিক কাজকর্ম চলছে। পাশাপাশি এই কাজকর্ম চালাতে সাহায্য করছেন স্কুলের নৈশ প্রহরী। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অসিতবরণ লাহিড়ী জানান, “রাতেই তিনি গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনেছেন। পরে সকালের দিকে সিসিটিভি চেক করতে গিয়ে তিনি দেখেছেন রাতে ৯:২১ থেকে ৯:২৬ কানেকশন বন্ধ ছিল। তবে, কি কারণে সিসিটিভি বন্ধ ছিল তা খতিয়ে দেখতে হবে।” অবশ্য অভিযুক্ত কানু দেবনাথ সিসিটিভি অফ করেছিলেন তা তিনি স্বীকার করেছেন। এদিকে বিক্ষোভ হলেও এ নিয়ে স্কুলের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ম্যানেজিং কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। ওই প্রহরীর কর্তব্যে কোন গাফিলতি আছে কিনা দেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2025 8:07 PM IST










