South Dinajpur News: আর চিন্তা নয়, এবার এক ক্লিকেই মিলবে বাঁশ, কাঠের ঘর সাজানো নানা মুকোশ! দেখে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রাচীন সংস্কৃতি হল মুখোশ শিল্প
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রাচীন সংস্কৃতি হল মুখোশ শিল্প। কুশুমন্ডি ব্লকের মহিষবাথান ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে তাঁর ‘মুখোশ শিল্পের’ জন্য। বহু প্রাচীন এই মুখোশ শিল্পে দেব দেবী সহ ঘর সাজাবার অন্যান্য সামগ্রী বানিয়ে আয়ের দিশা দেখাচ্ছেন মহিষবাথান গ্রামের বাসিন্দা উৎপল বৈষ। তাঁর তৈরি কাঠের রংবেরঙের মুখোশ বাংলার গন্ডি ছাড়িয়ে সারা ভারতে প্রসারতা লাভ করেছে। জানা গেছে, বহু প্রাচীন এই শিল্প কয়েক শতাব্দী ধরে প্রবাহমান। অতীতে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত গম্ভীরা নাচ বা মুখা খেলা এর প্রয়োজনে প্রচলিত হলেও বর্তমানে ঘর সাজানোর উপকরণ হিসেবে অত্যন্ত জনপ্রিয় এই মুখোশ। কাঠের সঙ্গে ইদানিং বাঁশের মুখোশও তৈরি হচ্ছে। এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও বিক্রি হয় এই মুখোশ। মহিষবাথান হস্ত সমবায় সমিতিতে নতুন প্রজন্মকে মুখোশ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মুখোশ শিল্পী উৎপল বৈষর কথায়, “জেলা ছাড়িয়ে রাজ্য স্তরের পুরস্কারও পেয়েছেন তাঁরা। শুধু দেশে নয় বিদেশেও পাড়ি দিয়েছে তাদের তৈরি মুখোশ। সারাদিনে দু থেকে তিনটি মুখোশ অনায়াসেই তৈরি করতে পারেন তাঁরা। বর্তমানে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির এই শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ একসময় বিক্রির বাজারের অভাবে শিল্পীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। মাত্র কয়েকজন শিল্পী ধরে রেখেছিলেন এই শিল্পকে৷ এখন ফের এই শিল্পে উৎসাহ দেখা দিয়েছে নতুন প্রজন্মের মধ্যে৷ শিল্পীর সংখ্যা অন্তত প্রায় পাঁচ শতাধিক বৃদ্ধি পেয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত কয়েক বছরে এই মুঘল শিল্পের উপর ভিত্তি করে জীবনজীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, আমেরিকার উৎসাহী মানুষদের ঘরের দেওয়ালে শোভা পাচ্ছে জেলার ঐতিহ্যবাহী নজরকাড়া মুখোশ। এমনকি ‘বাংলার হস্তশিল্প’ পোর্টাল থেকেও নিজেদের পছন্দসই কুশমণ্ডির কাঠের মুখোশ ও ঘর সাজাবার বহু সামগ্রী সহজেই কিনে নিতে পারেন ক্রেতারা। মন ভোলানো রঙের বৈভব, নজরকাড়া কারুকার্য আর ঐতিহ্যবাহী বিমূর্ত শৈলি এই তিন মিলেই কুশমণ্ডির মুখোশ নজরকাড়া।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 3:41 PM IST








