করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে ২০ লক্ষের বেশি দান মালদহের বনিক সভার
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
করোনা পরিস্থিতিতে আগেই মালদহ শহরের বাসিন্দাদের থার্মাল স্কিনিং এবং মাস্ক দেওয়ার কাজ শুরু করে জেলা ব্যবসায়ী সমিতি।
#মালদহ: করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সোমবার মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২০ লক্ষ টাকারও বেশি টাকা তুলে দিল মালদহের বনিক সভা। এর ফলে জেলা থেকে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে সাহায্যের পরিমান বেড়ে দাঁড়ালো প্রায় ৬০ লক্ষ টাকা।
করোনা পরিস্থিতিতে আগেই মালদহ শহরের বাসিন্দাদের থার্মাল স্কিনিং এবং মাস্ক দেওয়ার কাজ শুরু করে জেলা ব্যবসায়ী সমিতি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন সহযোগী সংগঠনের কাছে আবেদন জানানো হয়। এরপরেই জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে সদস্যদের মধ্যে সাহায্য সংগ্রহ করে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, অনুমোদিত ১৮২ টি শাখা সংগঠন রয়েছে। এরমধ্যে বড় সংগঠনগুলি আর্থিক সাহায্য দান করেছে।
advertisement
এদিন বিকেলে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে সবমিলিয়ে ২০ লক্ষ ৬৫ হাজার টাকার বেশ কয়েকটি চেক তুলে দেওয়া হয়। ইতিমধ্যে মালদহের বেশকিছু শিল্প সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি অনেকে ব্যক্তিগত ভাবেও মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা তহবিলে আর্থিক সাহায্য দিয়েছেন। আগামী দিনে আরও বেশ কিছু সংগঠন করোনা তহবিলে সাহায্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফলে জেলা থেকে মুখ্যমন্ত্রীর তহবিলে আরও বেশি অর্থ জমা পড়ার সম্ভবনা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2020 9:35 PM IST