West Bengal Election Results 2021: গুরুং-ক্যারিশমা শেষ? তৃণমূলের ছক কাজ করল না, পাহাড়ের রং গেরুয়াই!

Last Updated:

পাহাড়ের তিনটি আসনের মধ্যে দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর গুরুং- বিনয় তামাং শিবিরের অন্তর্দ্বন্দ্বে শুধু একটি আসন পেয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

বিমল গুরং ফ্যাক্টর কাজ করল না
বিমল গুরং ফ্যাক্টর কাজ করল না
#দার্জিলিং: দীর্ঘদিন অন্তরালে থাকার পর গত বছর যখন কলকাতায় এলেন বিমল গুরুং (Bimal Gurung), তখন থেকেই বলে আসছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করাই আমার লক্ষ্য।' মমতা মুখ্যমন্ত্রী হচ্ছেন ঠিকই, কিন্তু নিজের এলাকায় যে কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েছেন, তা স্পষ্ট হয়ে গেল বিধানসভা ভোটের ফলে (West Bengal Election Results 2021)। পাহাড়ের তিনটি আসনের মধ্যে দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর গুরুং- বিনয় তামাং শিবিরের অন্তর্দ্বন্দ্বে শুধু একটি আসন পেয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।
ভোটের ফল প্রকাশ হতে দেখা যায়, দার্জিলিং ও কার্শিয়াংয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। আর যে গুরুংকে নিয়ে এত আশা ছিল তৃণমূলের, তাঁর প্রার্থী পিটি ওলা চলে দার্জিলিংয়ে পেয়েছেন তৃতীয় স্থান। কার্শিয়াংয়েও বিমল গুরুং শিবিরের প্রার্থী নরবু জি লামা রয়েছেন সেই তৃতীয় স্থানেই। কালিম্পং আসনটি গোর্খা জনমুক্তি মোর্চা পেলেও তা পেয়েছেন গুরুংয়ের বিরোধী শিবিরের নেতা বিনয় তামাংয়ের প্রার্থী। কালিম্পংয়েও বিমল গুরুং শিবিরের প্রার্থী চলে গিয়েছেন তৃতীয় স্থানে।
advertisement
এরপরই প্রশ্ন উঠছে কেন মোর্চা নেতা বিমল গুরুংকে প্রত্যাখান করল পাহাড়? রাজনৈতিক মহলের মতে, বারবার বিমলের রাজনৈতিক অবস্থান বদলকে ভালো ভাবে নেননি পাহাড়বাসী। ভোটের ফলাফলেই তা কার্যত প্রমাণিত। কখনও বিজেপির হাত ধরেছেন তিনি, কখনও আবার তৃণমূলের সঙ্গে জোট করেছেন। তাঁর নেতৃত্বেই পাহাড়ের জনজীবন অচল, অশান্তি, পর্যটন ব্যবসা ভেঙে পড়ার মতো ঘটনা নাগাড়ে দেখেছে পাহাড়বাসী।
advertisement
advertisement
এবার বিজেপির সঙ্গ ছেড়ে তিনি হাত মিলিয়েছিলেন তৃণমূলের সঙ্গে। এতে মোর্চার অপর নেতা বিনয় তামাং শিবিরের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। মোর্চার দুটি গোষ্ঠী আলাদা-আলাদা প্রার্থী ঘোষণা করে। তাতেও সুবিধা পেয়ে যায় বিজেপি। সব মিলিয়ে মোর্চার দ্বন্দ্ব, বিমল গুরুংকে পাহাড়বাসীর প্রত্যাখ্যানে গোটা রাজ্যের উলটো ছবি দেখা গেল বাঙালির প্রিয় পাহাড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Election Results 2021: গুরুং-ক্যারিশমা শেষ? তৃণমূলের ছক কাজ করল না, পাহাড়ের রং গেরুয়াই!
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement