Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের

Last Updated:

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ‍্য করে হামলার অভিযোগ।

শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
কোচবিহার: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ‍্য করে হামলার অভিযোগ। শুভেন্দুর গাড়ি লক্ষ‍্য করে লক্ষ্য করে চোরচোর স্লোগান ওঠে কোচবিহারে। অভিযোগ বিরোধী দলনেতার কনভয় লক্ষ‍্য করে ছোঁড়া হয় ইট, ভেঙে যায় গাড়ির কাঁচ। কোচবিহারে ঢুকেই বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। দেখানো হয় কালো পতাকা। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
অভিযোগ বিরোধী দলনেতার কনভয় যাওয়ার পর সেই রাস্তার শুদ্ধিকরণ করা হয়। জলপাইগুড়ি পাহাড়পুর জাতীয় সড়কে গোবর, গঙ্গাজল ছিটিয়ে জাতীয় সড়ক শুদ্ধ করলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতা লক্ষ‍্য করে গো ব‍্যাক স্লোগান ওঠে বলেই অভিযোগ।
advertisement
advertisement
ঘটনায় পুলিশা গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, ‘‘ এই হামলা পূর্ব পরিকল্পিত। বিরোধী দলনেতার কনভয় যাচ্ছে, তাও যথেষ্ট পুলিশ মোতায়েন নেই কেন?’’। ঘটনায় তৃণমূল নেতা উদয়নকে সরাসরি তোপ দেগেছেন নিশীথ প্রামাণিক। ‘উদয়ন গুহ প্ল‍্যানিং করেই এই ঘটনা করিয়েছেন’, অভিযোগ নিশীথের।
advertisement
প্রসঙ্গত, শুভেন্দুর গাড়ির পাশাপাশি হামলা হয়েছে শুভেন্দুর গাড়ির সামনে থাকা পুলিশের গাড়িতেও। সূত্রের খবর, যথেষ্ট পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও সাময়িক ভাবে ঠেকানো যায়নি উত্তেজিত জনতাকে। ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহের এই প্রসঙ্গে জানান, ‘‘যারা বাংলাকে আক্রমণ করবে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তারা যেখানেই যাবে কালো পতাকা দেখানো হবে, বিক্ষোভ হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ! ভাঙল গাড়ির কাঁচ, বিরোধী দলনেতাকে চোর-চোর স্লোগান তৃণমূলের, উদয়নকে নিশানা নিশীথের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement