Best Short Film: শিলিগুড়ির ছাত্রের শর্ট ফিল্মকে সেরার স্বীকৃতি ইউজিসি'র
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Best Short Film: বেস্ট অ্যামেচার ভিডিও প্রোডাকশন বিভাগে সেরার শিরোপা জিতেছেন শিলিগুড়ির অলক দাস। ছবির বিষয় হিসাবে অলোক বেছে নিয়েছিলেন এক কিশোর ও একটি সাইকেলকে। এক সময় সেটি ওই কিশোরের জীবন থেকে হারিয়ে যায়
শিলিগুড়ি: সেরা শিক্ষামূলক সিনেমা তৈরি করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন অলোক দাস। দুর্গাদাস কলোনির বাসিন্দা অলোকের ছোট থেকেই নাটক, সিনেমার প্রতি বিশেষ ঝোঁক ছিল। ছেলের উৎসাহে সব সময় পাশে ছিলেন অভিভাবকরাও। শিলিগুড়িতে পড়া শেষ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস নিয়ে ভর্তি হন। সেখানেই কলেজ প্রোজেক্টের জন্য তৈরি করেছিলেন শর্ট ফিল্ম ‘দ্য সাইকেল’। সেটাকেই সেরা শিক্ষামূলক সিনেমা হিসেবে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
‘দ্য সাইকেল’-শর্ট ফিল্মটি এলসিইসি-ইউজিসি এডুকেশনাল ফিল্ম ফেস্টিভালের ‘বেস্ট অ্যামেচার ভিডিও প্রোডাকশন’ বিভাগের পুরস্কার জিতেছে। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির সাফল্যে খুশি শিলিগুড়ির সাংস্কৃতিক মহল।
advertisement
ইন্দোরে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ইন্দোর দেবী আহিল্যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতা। সেখানে দেশের ১৮০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে বেস্ট অ্যামেচার ভিডিও প্রোডাকশন বিভাগে সেরার শিরোপা জিতেছেন শিলিগুড়ির অলক দাস। ছবির বিষয় হিসাবে অলোক বেছে নিয়েছিলেন এক কিশোর ও একটি সাইকেলকে। এক সময় সেটি ওই কিশোরের জীবন থেকে হারিয়ে যায়। পরিণত বয়সে আবার সেটি ফিরে পায় সে। তাঁর কথায়, ‘সূর্য যেমন পূর্বে উদয় হয়ে পশ্চিমে অস্ত যায়। তারপর আবার কিন্তু সূর্যের উদয় হয়। এটাই ধ্রুব সত্য। আসলে মানুষের জীবনে কোনও কিছুই হারাবে না, সবটাই ফিরে আসবে।’
advertisement
আরও পড়ুন: ভোট আসে ভোট যায়, নিজভূমে পরবাসী দশা ঘোচে না
গোটা সিনেমার শুটিং শিলিগুড়িতে হয়েছে। ঐতিহাসিক টাউন স্টেশন, গান্ধি ময়দান সহ শহরের অলিগলিতে এই ছবির কাজ হয়েছে। শর্ট ফিল্মটির ছবির গল্প লিখেছেন আনীত মুস্তাফি। চিত্রগ্রহণে ছিলেন অমিত দে, মিউজিক দিয়েছেন রজত বিশ্বাস, স্টোরি বোর্ড বানিয়েছেন মন্দিরা, প্রোডাকশন সামলেছেন অয়ন মিত্র। অলোকের কথায়, পুরো টিমের জন্যই এই প্রাপ্তি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 12, 2024 5:17 PM IST








