বারবার ট্রেনের সামনে চলে আসত হাতি! এবার প্রযুক্তির ব্যবহারে মৃত্যু ঠেকাতে সতর্ক রেল
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
যেসব এলাকায় রেললাইন বনাঞ্চল এবং হাতি অধ্যুষিত অঞ্চলের মধ্য দিয়ে যায়, সেখানে এই ব্যবস্থা বিশেষ করে কার্যকর হবে।
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ডিভিশনে বারবার ট্রেনের সামনে হাতি চলে আসার ঘটনা ঘটেছে। একাধিক বার দুর্ঘটনা ঘটে। আবার বহু সময় দেখা গেছে, চালকের তৎপরতায় হাতি বেঁচে গিয়েছে। এই অবস্থায় প্রযুক্তির ব্যবহারে হাতি মৃত্যু ঠেকাতে সতর্ক রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার নেটওয়ার্ক জুড়ে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে হাতির সুরক্ষা এবং সুগমট্রেন চলাচল নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। যেসব এলাকায় রেললাইন বনাঞ্চল এবং হাতি অধ্যুষিত অঞ্চলের মধ্য দিয়ে যায়, সেখানে এই ব্যবস্থা বিশেষ করে কার্যকর হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চারটি গুরুত্বপূর্ণ সেকশনে আইডিএসের পরীক্ষামূলক কাজ সফলভাবে চালু করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে মাদারিহাট-নাগরাকাটা সেকশন, লামডিং ডিভিশনের অধীনে হাবাইপুর-লামসাখং-পাথরখোলা-লামডিং সেকশন, রঙিয়া ডিভিশনের অধীনে কামাখ্যা-আজারা-মির্জা সেকশন এবং তিনসুকিয়া ডিভিশনের অধীনে তিতাবর-মরিয়নি-নকচারি সেকশন। একসঙ্গে, এই পাইলট স্থাপনাগুলি মোট ৬৪.০৩ কিলোমিটার এলিফেন্ট করিডোর এবং ১৪১ কিলোমিটার ব্লক সেকশন জুড়ে বিস্তৃত।
advertisement
advertisement
২০২৬ সালের এপ্রিলের ভিতর সমস্ত চিহ্নিত এলিফেন্ট করিডোর জুড়ে সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 1:47 PM IST