Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফেরার পথেই সর্বনাশ কাণ্ড, গুরুতর আহত ১৩
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Accident: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ম্যাজিক ভ্যান। দুর্ঘটনায় আহত ১৩জন। বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
জলপাইগুড়ি: বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার ডুডুয়া ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এ। জানা গিয়েছে, মাদারিহাট ব্লকের হান্টা পাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ভাণ্ডীগুড়ি চা বাগানে ফিরছিল গাড়িটি।
ধূপগুড়ির ডুডুয়া ব্রিজ এলাকায় কোনও এক বড় গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ির দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার পুলিশ।
advertisement
advertisement
তড়িঘড়ি আহত ১৩ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। তাদের প্রত্যেককেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয় ,পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 2:15 PM IST