Siliguri News: রাম মন্দিরের আদলে আস্ত একটা কেক! তৈরি করে চমক শিলিগুড়ির মেয়ের
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: অযোধ্যার রামমন্দিরের আদলে কেক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির প্রিয়াঙ্কা। কেকটা দেখলে মনে হবে যেন অযোধ্যার রাম মন্দিরের মিনি সংস্করণ ।
শিলিগুড়ি: রামমন্দিরের দ্বারোদঘাটনের আগেই রামমন্দিরকে ঘিরে উন্মাদনা তুমুল। বছর ঘুরলেই উদ্বোধন হতে চলেছে ভারতবাসীর বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। ইতিমধ্যে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো। এই উৎসাহে পিছিয়ে নেই বাংলাও। বাংলাতেও তৈরি হয়েছে রামমন্দিরের আদলে কেক। শিলিগুড়িতে এই রামমন্দিরের আদলে কেক তৈরি করা হয়েছে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা দে যিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন হোম বেকিংকে। তিনি অযোধ্যার রামমন্দিরের আদলে কেক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।
রামমন্দির থিমে আগে পুজোর মণ্ডপ দেখেছেন, তৈরি হয়েছে নেকলেস। তবে এবার রামমন্দিরের আদলে কেক তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন প্রিয়াঙ্কা । এই রাম মন্দিরের কেক দেখতে রীতিমতো ভিড় পড়ে যাচ্ছে তাঁর বাড়িতে। কেকটা দেখলে মনে হবে যেন অযোধ্যার রাম মন্দিরের মিনি সংস্করণ । প্রিয়াঙ্কার তৈরি রাম মন্দিরের প্রতিটি কোণায় রয়েছে বিশেষত্বের ছোঁয়া।
advertisement
তাঁর এই তিন পাউন্ড কেকের উচ্চতা ১০ ইঞ্চি, চওড়ায় ১৪ ইঞ্চি। তাঁর হাতে তৈরি ২.৫ কেজি ওজনের রাম মন্দিরের নিখুঁত কাজ সত্যি আসাধারণ। নিচ দিকটা কেক, আর উপরটা ফন্ডেন্ট দিয়ে তৈরি । পুরো কেকটাই খাওয়া যাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা ।
advertisement
প্রিয়াঙ্কা বলেন , “আগামী ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হবে। আমি বরাবরই নতুন কিছু তৈরি করতে চাই। এখন বেশির ভাগ লোক থিম কেক পছন্দ করেন। রাম মন্দিরের সঙ্গে গোটা ভারতবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। তাই রামমন্দিরের আদলে কেক বানিয়ে ফেললাম । তিনি আরও বলেন, “দু’দিন সময় লেগেছে কেকটা বানাতে। নিখুঁত কাজের পুরো গঠনটা বানাতে বেশ ভালই সময় লাগে। আমি এর আগেও অবতার থিমের ওপর কাজ করেছি।” আগামী দিনে অন্য কিছু ভাবনা এলে সেটা চেষ্টা করব বলে জানালেন প্রিয়াঙ্কা।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 6:11 PM IST