• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • ২০০ বছরের পুরনো ধূপগুড়ির লাল দুর্গা, আয়োজনে ভট্টাচার্য পরিবার

২০০ বছরের পুরনো ধূপগুড়ির লাল দুর্গা, আয়োজনে ভট্টাচার্য পরিবার

 • Share this:

  #ধূপগুড়ি: লাল দুর্গা। ধূপগুড়ির ভট্টাচার্য বাড়ির পুজোর বৈশিষ্ট্য। দু’শো বছরের পুরনো পুজো শুরু হয়েছিল ওপার বাংলায়। এদেশে পুজোর সূচনা ১২ বছর আগে। ঢাক বাজানো থেকে মিষ্টি তৈরি, সব আয়োজনই করেন পরিবারের সদস‍্যরাই। ধুপগুড়ির মধ‍্যপাড়ায় ভট্টাচার্য পরিবারের দুর্গা প্রতিমার রং হলুদ বা সাদা নয়, লাল। চণ্ডীপাঠে মানা থাকলেও ভট্টাচার্য পরিবারের পুজোয় ঢাক চলেই। বাজান পরিবারের সদস‍্যরাই। বাংলাদেশে ২০০ বছর আগে শুরু হয়েছিল লাল দুর্গার পুজো। দেশভাগের পর বন্ধ ছিল বেশ কয়েক দশক। ১২ বছর আগে ধুপগুড়ির মধ‍্যপাড়ায় নতুন করে লালদুর্গার পুজো শুরু করে ভট্টাচার্য পরিবার।

  First published: