North 24 Parganas: কাজের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে স্থানীয় যুবকদের, দাবি বিধায়কের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অশোকনগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে আরো খনিজ তেলের সন্ধান, স্থানীয় যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার মিলবে দাবি বিধায়ক নারায়ণ গ
উত্তর ২৪ পরগনা: অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান মিলেছে। অশোকনগর বাইগাছি ওএনজিসি কেন্দ্র থেকে তেল উত্তোলনের কাজও শুরু হয়েছে। এবার আশপাশের বিস্তীর্ণ এলাকায় তেলের সন্ধান শুরু করেছে ওএনজিসি। মাটির গভীরে ১৬ কিলোমিটার নিচে ক্যামেরা পাঠানো হচ্ছে বলেও জানা যায়। এদিন ওএনজিসি বাইগাছি কেন্দ্র পরিদর্শনে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। ওএনজিসি কে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে, পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের একটি বড় সুযোগ উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন। এই কেন্দ্র থেকে ভেজলিন, তারপলিন সহ প্রায় ২৩ রকমের প্রডাক্ট মিলবে বলেও জানান অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী।
Location :
First Published :
January 25, 2022 4:04 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কাজের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে স্থানীয় যুবকদের, দাবি বিধায়কের