Israel-Palestine Conflict: মাথার উপর দিয়ে মুহুর্মুহু বোমারু বিমান.. ইজরায়েলের যুদ্ধক্ষেত্রে বনগাঁর ছাত্র! উৎকণ্ঠায় পরিবার
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Israel-Palestine Conflict: ছেলে ফোনে জানিয়েছেন, মাথার উপর দিয়ে ঘন ঘন উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, বাজছে সাইরেন। ঘর থেকে বেরনো বন্ধ করে নিরাপদ আশ্রয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন বিদেশে আটকে পড়া ছাত্ররা।
উত্তর ২৪ পরগনা: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে বনগাঁর যুবক। চরম উৎকণ্ঠায় প্রহর গুনছে গোটা পরিবার। জানা গিয়েছে, পোস্ট ডক্টরেট করতে গত ১৯ মার্চ বিদেশ পাড়ি দিয়েছিলেন। বর্তমানে সেখানে আটকে পড়েছেন বনগাঁর বাসিন্দা সাত্যকি কুণ্ডু। এলাকার ছেলে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়ায় পরিবারের পাশাপাশি শক্তিগড় এলাকার প্রতিবেশীরাও চিন্তিত।
তবে বাড়িতে ফোন করে পরিবারের সঙ্গে কথা বলেছেন সাত্যকি। মা বুলা দেবী জানান, টিভিতে ইজরায়েলের খবর পাওয়ার পর থেকেই খুব চিন্তায়। সুস্থ সুরক্ষিত অবস্থায় এখন বাড়ি ফিরে আসুক ছেলে, এখন ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছেন মা। তবে যত দ্রুত সম্ভব দেশে ফেরার চেষ্টা করছেন সাত্যকি, এমনই জানিয়েছেন মা। তবে ছেলেকে যতক্ষণ না সামনাসামনি দেখতে পারছেন ততক্ষণ যেন শান্তি পাচ্ছেন না কেউই।
advertisement
advertisement
ছেলে ফোনে জানিয়েছেন, মাথার উপর দিয়ে ঘন ঘন উড়ে যাচ্ছে যুদ্ধবিমান, বাজছে সাইরেন। ঘর থেকে বেরনো বন্ধ করে নিরাপদ আশ্রয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন বিদেশে আটকে পড়া ছাত্ররা। পুজোর ছুটিতে এক মাসের জন্যও বাড়ি আসার কথা ছিল সত্যকির, তার আগেই ঘটল এমন যুদ্ধ পরিস্থিতি। ইতিমধ্যেই জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল থাকায় ফিরতে কিছুটা দেরি হচ্ছে সাত্যকির। নিরাপদে দ্রুত বাড়ি ফিরুক বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া ওই ছাত্র, এখন তারই অপেক্ষায় পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 11:58 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Israel-Palestine Conflict: মাথার উপর দিয়ে মুহুর্মুহু বোমারু বিমান.. ইজরায়েলের যুদ্ধক্ষেত্রে বনগাঁর ছাত্র! উৎকণ্ঠায় পরিবার