Woman's Day: লক্ষ্মীর হাতের ছোঁয়ায় প্রাণ পায় অকেজো বাইক থেকে স্কুটি! সুন্দরবনের গৃহবধূর অবাক করা গল্প

Last Updated:

মোটরবাইক সারাই করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের গৃহবধূ লক্ষ্মী বৈদ্য। হাসনাবাদ-লেবুখালি রোড ধরে সুন্দরবন লাগোয়া স্বরূপকাঠিতে পৌঁছালে দেখা মিলবে তাঁর।

+
মোটরবাইক

মোটরবাইক সারাই করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের গৃহবধূ লক্ষ্মী

বসিরহাট: মোটরবাইক সারাই করে সংসারের হাল ধরেছেন সুন্দরবনের গৃহবধূ লক্ষ্মী বৈদ্য। হাসনাবাদ-লেবুখালি রোড ধরে সুন্দরবন লাগোয়া স্বরূপকাঠিতে পৌঁছালে দেখা মিলবে তাঁর। ছোট থেকেই নদীর স্রোত ও গতিবিধি দেখতে অভ্যস্ত সুন্দরবনের লক্ষ্মী। সে এখন বাইক কিংবা সাইকেলের গতি নির্ণয়ের কারিগর।
জন্ম থেকে তাঁর লড়াই শুরু। বিয়ের পর তিন সন্তানের মা হন তিনি। কিন্তু স্বামীর আয় খুব কম ছিল। তাই তিনি ঘরে বসে না থেকে মোটর বাইক সারাই করে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেন তিনি।
advertisement
advertisement
যে হাতে ঘর সামলান, সেই হাত দিয়েই দিনভর ঘুরিয়ে চলেন সাইকেল, বাইক, ভ্যান রিক্সার চাকা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। মোটরবাইক মেকানিক এর কাজ শিখে ব্যবসা শুরু করেছিলেন। নিজে পড়াশোনা না জানলেও এখন ছেলেকে স্কুলে ভর্তি করেছেন।
advertisement
লক্ষ্মী ছোট থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় চোখের সামনে দেখেছেন। আর দেখেছেন সংসারের অভাব অনটন। তবে কোনও প্রতিকূলতার সঙ্গে কীভাবে লড়তে হয় তা তিনি ভালই জানেন। তিনি কখনও দমে যাননি বরং হাতুড়ি ও লোহার মায়াজালে হাত শক্ত করে সংসারের হাল ধরেছেন। সব মিলিয়ে প্রত্যন্ত এলাকার লক্ষ্মীই যেন মহিলাদের সংগ্রামের পথ দেখাচ্ছেন।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Woman's Day: লক্ষ্মীর হাতের ছোঁয়ায় প্রাণ পায় অকেজো বাইক থেকে স্কুটি! সুন্দরবনের গৃহবধূর অবাক করা গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement