North 24 Parganas News: অশান্ত মণিপুর থেকে রাজ্যে ফিরছেন মানুষ, ফিরতি যাত্রীদের জন্য চালু হেল্প ডেস্ক

Last Updated:

North 24 Parganas News: অশান্ত মনিপুর থেকে প্রাণ বাঁচিয়ে রাজ্যে ফিরছেন বহু মানুষ, ফিরতি যাত্রীদের জন্য চালু হেল্প ডেস্ক

বিমানবন্দরে চালু হেল্প ডেস্ক
বিমানবন্দরে চালু হেল্প ডেস্ক
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি। কুকি ও মেইতিস জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে সংঘর্ষে সরকারি হিসেব অনুযায়ী প্রায় ইতিমধ্যেই ২৩ হাজার মানুষ ঘর ছাড়া বলে প্রশাসন সূত্রে খবর। রীতিমত ভয়ংকর পরিস্থিতি থেকে কোনরকমে প্রাণ বাঁচিয়ে রাজ্যে ফিরছেন মণিপুরে বেড়াতে যাওয়া বা কর্মসূত্রে বসবাসরত বাঙালিরা। সোমবার বিমানবন্দরে বহু মানুষকে দেখা গেল আতঙ্কের রেশ মুখে নিয়ে কলকাতায় ফিরতে। এমনকি, প্রাণ বাঁচাতে খোদ মণিপুরীরাও আশ্রয় নিচ্ছেন এ রাজ্যে।
কলকাতা বিমানবন্দরে মণিপুর থেকে বহু বাঙালি ও মণিপুরীদের ফিরতে দেখা গেল। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই চালু করা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। যাতে মণিপুর থেকে ফেরত আসা মানুষদের কোনওরকম অসুবিধা না হয় তার জন্য। সংঘর্ষ ও হানাহানির মধ্যে থেকে প্রাণ বাঁচিয়ে কোনও ক্রমে বেঁচে ফিরে আসা মানুষদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। আতঙ্কের রেশ না কাটার কারণে, সংবাদ মাধ্যমের সামনে কথা বলতেও চাইছেন না বেশিরভাগ মানুষই।
advertisement
advertisement
প্রসঙ্গত, মণিপুরে সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও বেশ কিছু জায়গায় এখনও অশান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু জেলায় জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও। বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য বলে জানালেন মণিপুর থেকে ফিরতি এক যাত্রী। তবে এখনও পর্যন্ত রাজ্যে মোট কত প্রাণহানি হয়েছে তা এখনও সঠিক জানা যায়নি। সরকারি একটি সূত্রে খবর, মণিপুরে ছড়িয়ে পড়া সংঘর্ষ ও অশান্তিতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক শতাধিক মানুষ। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মণিপুর থেকে ফিরতি যাত্রীদের তরফ থেকে।
advertisement
মণিপুর থেকে আসা এক যাত্রী জানালেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি দুজনেই সর্বদল বৈঠক করে রাজ্যে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে একযোগে সংঘর্ষ রুখতে আহ্বান জানিয়েছেন। মণিপুরের সাধারণ মানুষের কাছেও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আর্জি জানানো হচ্ছে। মণিপুরের পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ১৪ কোম্পানি সেনা মোতায়েন রয়েছে। কেন্দ্রের তরফে আরও ২০ কোম্পানি সেনা পাঠানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়েছে মায়ানমার সীমান্তেও। সব মিলিয়ে মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বাঁচতে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন বহু মানুষ।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অশান্ত মণিপুর থেকে রাজ্যে ফিরছেন মানুষ, ফিরতি যাত্রীদের জন্য চালু হেল্প ডেস্ক
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement