North 24 Parganas News: রাত পোহালেই উচ্চমাধ্যমিক শুরু, আগের দিন উদ্ধার পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল পঞ্চায়েতের বাঁকড়া গ্রাম থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিরন্ময় বিশ্বাসের দেহ। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।
উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন উদ্ধার হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃতের মায়ের দাবি, ছেলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হয়েছে। হিঙ্গলগঞ্জের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যজুড়ে।
১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল পঞ্চায়েতের বাঁকড়া গ্রাম থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিরন্ময় বিশ্বাসের দেহ। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। ১৮ বছরের হিরন্ময় হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইনস্টিটিউশনে পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তার সিট পড়েছিল হিঙ্গলগঞ্জ হাইস্কুলে। কিন্তু পরীক্ষা শুরুর আগের দিনই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম।
advertisement
advertisement
কনকনগর এসডি ইনস্টিটিউশনের শিক্ষকরা এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন, হিরন্ময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। এদিকে মৃত ছাত্রের মা অনিমা বিশ্বাস ছেলের আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে গ্রামেরই একটি মেয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল হিরন্ময়ের। কিন্তু সম্প্রতি সে প্রেমে প্রত্যাখ্যাত হয়। আর তার জেরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন এই চরম পথ বেছে নেয়।
advertisement
এদিকে ওই ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা-মায়ের উচ্চাকাঙ্ক্ষার চাপ সামলাতে না পেরে সে আত্মঘাতী হল, নাকি প্রেম ঘটিত ব্যাপার তা তদন্ত করে দেখা হচ্ছে।
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 7:07 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাত পোহালেই উচ্চমাধ্যমিক শুরু, আগের দিন উদ্ধার পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

