North 24 Parganas News|| পরিচয় পত্র থেকে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেল! শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Fake call Centre found in salt lake: পরিচয়পত্র দিয়ে অশ্লীল ছবি তৈরি করে চলত ব্ল্যাকমেইল, শহরে হদিশ ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র।
#বিধাননগর: বিধাননগর মহকুমা জুড়ে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক! ভুয়ো কলসেন্টার খুলে এ ভাবে করা হত প্রতারণা! যা শুনলে চমকে যাবেন আপনিও। সেই ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ হানা দেয় অফিসের আড়ালে চলা ভুয়া কল সেন্টারে। জানা যায়, অনলাইন টেক সাপোর্ট দেওয়ার নাম করে অথবা লোন পাইয়ে দেওয়ার নাম করে লোক ঠকানোর ব্যবসা চলে ওই অফিসে। কিন্তু ভেতরে প্রবেশ করতেই জানা গেল আসল সত্য। নেপথ্যে উঠে আসছে এক ভয়ংকর চক্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের কাজ ছিল প্রথমে লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ছবি আদায় করে নেওয়া। তারপর সেই ছবি কিছু অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে চলত নিরীহ ভদ্রলোক কিংবা ভদ্রমহিলাকে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা।
আরও পড়ুনঃ টাকার জন্যই খুন! শ্যামনগরে রক্তাক্ত দেহ উদ্ধার-কাণ্ডে পুলিশের জালে ৪ অভিযুক্ত
সামাজিক সম্মান নষ্টের ভয়ে নিরুপায় হয়ে টাকা দিয়ে দিতেন অনেকেই। গোটা ঘটনার পরিচালনা করা হত এই কলসেন্টার থেকেই। এ দিনের অভিযানে গ্রেফতার করা হয় মোট ২৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার-সহ অন্যান্য নথিপত্র।পরবর্তীতে আরও একটি ভুয়ো কলসেন্টারের হদিশ মেলে সল্টলেক সেক্টর ফাইভে। মোবাইল টাওয়ার বসানোর নাম করে ও লোন পাইয়ে দেওয়ার নাম করে মানুষদের প্রতারণার অভিযোগ উঠেছে এই কল সেন্টারের বিরুদ্ধে।
advertisement
advertisement
অভিযোগের ভিত্তিতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ হানা দেয় ওই কল সেন্টারে। রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত ২২ জন যুবক ও ১২ জন মহিলাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল ও নথি। প্রশ্ন উঠতে শুরু করেছে তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেককে ঘিরে তাহলে কি গজিয়ে উঠছে ভুয়ো কল সেন্টারের রমরমা। পরপর এই ধরনের ভুয়া কলসেন্টারের ঘটনা সামনে আশায়, প্রশাসনের ভূমিকায়ও ফাঁক রয়েছে বলেও মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
October 12, 2022 5:43 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| পরিচয় পত্র থেকে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেল! শহরে ভুয়ো কল সেন্টারের হদিশ