North 24 Parganas News- কো ওয়র্কিং প্লেস এবং কো লিভিং প্লেস-এর সুবিধা মিলবে তথ্যপ্রযুক্তি কর্মীদের

Last Updated:

সল্টলেক সেক্টর ফাইভ এবং কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২০০ একরের বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি করছে হিডকো

হিডকোর তৈরি কো ওয়ার্কিং প্লেস
হিডকোর তৈরি কো ওয়ার্কিং প্লেস
#উত্তর ২৪ পরগনা:  সল্টলেক কিংবা রাজারহাট তথ্য প্রযুক্তি তালুকে ধীরে ধীরে বাড়ছে কর্মসংস্থান। কোভিড পরবর্তী পরিস্থিতিতে ভিন রাজ্য থেকেও আইটি, বিপিও কর্মীরা এ রাজ্যে আসছেন, কর্মসংস্থানের সুযোগে। কাজের ধরণ অনুযায়ী অনেকেই দীর্ঘক্ষণ থাকছেন আবার অনেকে সপ্তাহ বা মাস কাটিয়ে নিজের এলাকার ফিরে যাচ্ছেন (North 24 Parganas News)। এই ধরনের তথ্য প্রযুক্তি কর্মীদের কাজের সুবিধার জন্য দরকার কো ওয়ার্কিং স্পেস। আর তাঁদের থাকার জন্য দরকার কো লিভিং স্পেস। সল্টলেক সেক্টর ফাইভ সহ অনেক জায়াগাতে কো ওয়ার্কিং স্পেস পাওয়া গেলেও কো লিভিং স্পেস নেই। থাকা এবং কাজের সুবিধার জন্য পাশাপাশি কো ওয়ার্কিং স্পেশ ও কো লিভিং স্পেস তৈরি করেছে হিডকো।
হিডকো সূত্রে খবর, নিউটাউনে সিটি সেন্টার টু এর কাছে সিলিকন ভ্যালির জমিতে এরকম দুটি বিশাল কো ওয়ার্কিং স্পেস ও লিভিং স্পেস তৈরি করা হয়েছে(North 24 Parganas News)। ঠিক কি কাজে ব্যবহার হবে এই ধরনের ওয়ার্কিং স্পেস? বিষয়টি ব্যাখ্যা করেছেন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন। তিনি বলেন, "ভিন রাজ্য তো বটেই বিদেশ থেকেও অনেকে কাজের জন্য আসেন নিউটাউন ও সল্টলেকের তথ্য প্রযুক্তি তালুকে। কাজের সুবিধার জন্য তাঁদের বেশ কিছুটা সময় কাটাতে হয় হোটেলে কিংবা কোনো গেস্ট হাউসে। অনেকেই আবার পেয়িং গেস্ট হিসাবে থাকেন। তারপর কোনো হোটেল কিংবা অন্যত্র ক্ল্যায়েন্টের সঙ্গে মিটিং, কো-ওয়ার্কারদের সঙ্গে আলাপ-আলোচনা সারেন। এরজন্য বারবার হোটেল বা সেমিনার হল বুক করতে হয়। হিডকোর এই ব্যবস্থার মাধ্যমে গোটাটাই একই ছাদের নীচে সম্ভব। দল বেঁধে থাকার জন্য কো লিভিং স্পেস আর দল বেঁধে কাজ করার জন্য কো ওয়ার্কিং স্পেস ব্যবহার করতে পারবেন আই টি এক্সপার্টরা। বাইরের রাজ্যগুলিতে অনেক আগেই এই ধরনের কো ওয়ার্কিং স্পেস তৈরি হয়েছে। যেখানে কাজের জন্য ঝাঁ চকচকে অফিস রুম, কনফারেন্স হল, মিটিং রুম, ক্যাফেটেরিয়া, গেমিং জোন সহ লাইব্রেরির মত সুবিধা রয়েছে। হিডকোর কো লিভিং স্পেস শুধু আধুনিক মানের তা নয়, সেই সঙ্গে হাজার একটা সুবিধা থাকছে যারা এখানে থাকবেন তাঁদের জন্য। হিডকো নির্মিত এই কো ওয়ার্কিং স্পেস ও লিভিং স্পেসে পাঁচতাঁরা হোটেলের মত পরিষেবা পাওয়া যাবে।" (North 24 Parganas News)
advertisement
সল্টলেক সেক্টর ফাইভ এবং কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২০০ একরের বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি করছে হিডকো। সেখানেই এই ধরনের কর্মক্ষেত্র তৈরির ফলে কর্মসংস্থানের নয়া দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন তথ্য প্রযুক্তি কর্মীরা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- কো ওয়র্কিং প্লেস এবং কো লিভিং প্লেস-এর সুবিধা মিলবে তথ্যপ্রযুক্তি কর্মীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement