Sundarban: সুন্দরবনের ফেরিঘাটে বাইক ওঠানো নামানোয় জাদু দেখাচ্ছেন মাঝিরা

Last Updated:

সুন্দরবনে আছে অনেক ফেরিঘাট। নিত্য দিন চলাচলের ফেরিঘাটে বাইক পারাপারের রীতিমতো জাদু দেখাচ্ছেন নৌকার মাঝি মোল্লারা।

+
title=

বসিরহাটঃ সুন্দরবনে নদী পথে ফেরিঘাটে বাইক ওঠানো নামানোয় জাদু দেখাচ্ছেন মাঝিরা। সামনে দিগন্ত সুবিশাল নদী। আর নদীর দুপাশ থেকে নীচ পর্যন্ত নেমে গেছে ফেরিঘাট। যেখান থেকে প্রতিনিয়ত যাত্রীরা পারাপার হয়। তবে এই নিত্য দিন চলাচলের ফেরিঘাটে বাইক পারাপারের রীতিমতো জাদু দেখাচ্ছেন নৌকার মাঝি মোল্লারা। বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা। তারপর কয়েক মুহুর্তের মধ্যেই ভোঁ ভোঁ করে বাইক চলল নদীর উপরে নৌকায়। আবার এভাবেই এক নিমেষে বাইক নদীর উপর অবস্থিত নৌকা থেকে উপরে উঠে যায়।
সুন্দরবনে জাল বিন্যাসের ন্যায় ছড়িয়ে আছে অসংখ্য নদী। সেখানে পর্যাপ্ত পরিমাণে সেতুও নেই। সেজন্যই ফেরিঘাট সুন্দরবনবাসীর কাছে অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। এই ছবি সুন্দরবনের অনেক ফেরিঘাটেই। আর এই নদীপথে সাইকেল বাইক পারাপার করেন মাঝিরা।
advertisement
advertisement
এভাবেই নদী পথে দীর্ঘদিন বাইক পারাপার করতে করতে একেবারে দক্ষ হয়ে ওঠেছেন তাঁরা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট, উত্তর ও হাড়োয়া দুই বিধানসভা এলাকার মাঝদিয়ে প্রবাহিত হয়েছে বিদ্যাধরী নদী।
বিদ্যাধরীর গাম্ভীলতলা ফেরিঘাটে মাঝি মোল্লাদের বাইক পারাপারের এই দৃশ্য যেন যেকোন বাইক স্ট্যান্টকেও হার মানাবে। নদীপথে যাতায়াত করার পাশাপাশি মাঝিদের এমন দৃষ্টিকে উপভোগ করেন যাত্রীরা।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sundarban: সুন্দরবনের ফেরিঘাটে বাইক ওঠানো নামানোয় জাদু দেখাচ্ছেন মাঝিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement