North 24 Parganas News: অ্যাপ ক্যাবে অভিযোগ জানানোর সময় সাবধান! গায়েব হয়ে যেতে পারে লাখ লাখ টাকা, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

অনলাইন ক্যাবের অভিযোগ জানাতে গিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। অ্যাপ ডাউনলোড করে অনলাইন ট্রানজেকশনে তাদের সঙ্গে যুক্ত হতেই তার একাউন্ট থেকে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা তুলে নেওয়া হয়।

বিধাননগর: ২৮ জানুয়ারি সল্টলেকের এ এইচ ব্লকের বাসিন্দা দীপক কুমার সাহ বিধান নগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে,  একুশে জানুয়ারি তিনি একটি  অ্যাপ ক্যাব বুক করেন। সেখানে তাঁকে বিল দেখানো হয় ১৮৬ টাকা। তিনি ২০০ টাকা ড্রাইভারকে ভাড়া দিলে অ্যাপে সেটা আপডেট হয় না। তার জন্য তিনি  গুগল থেকে ওই অনলাইন ক্যাবের কাস্টমার কেয়ারের নম্বর জোগাড় করে যোগাযোগ করেন। সেখানে তাঁকে ওই সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পরিচয় দেন রাহুল কুমার শর্মা বলে এক ব্যক্তি। তিনি তাঁকে পুরো টাকা রিফান্ড করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই তাঁকে এনিডেক্স অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি সেই অ্যাপ ডাউনলোড করে অনলাইন ট্রানজেকশনে তাদের সঙ্গে যুক্ত হতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা তুলে নেওয়া হয়।
ঘটনা তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক তদন্ত নেমে জানতে পারে সেই কলটি করা হয়েছিল ঝাড়খণ্ডের এলাকা থেকে এবং সেখানে বসেই সেই প্রতারণা চক্র চালাচ্ছে কেউ। এরপরেই বিধান নগর সাইবার ক্রাইম থানার একটি টিম ফোনে টাওয়ার লোকেশন ধরে ঝাড়খণ্ডের পালঝাড়ি গ্রামে হানা দেয়।
advertisement
advertisement
সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত হাজগুল আনসারীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে ঝাড়খন্ড থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অ্যাপ ক্যাবে অভিযোগ জানানোর সময় সাবধান! গায়েব হয়ে যেতে পারে লাখ লাখ টাকা, ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement