ইকো পার্কে জলে ডুবে মৃত্যু নিউটাউনের বাসিন্দার
Last Updated:
ইকো পার্কে ফের দুর্ঘটনা। এবার জলে ডুবে মৃত্যু ব্যক্তির। গতকাল ইকো পার্ক বন্ধ ছিল। তাও কীভাবে সেখানে ঢুকলেন ওই ব্যক্তি? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? প্রশ্নের মুখে নজরদারি।
#কলকাতা: ইকো পার্কে ফের দুর্ঘটনা। এবার জলে ডুবে মৃত্যু ব্যক্তির। গতকাল ইকো পার্ক বন্ধ ছিল। তাও কীভাবে সেখানে ঢুকলেন ওই ব্যক্তি? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? প্রশ্নের মুখে নজরদারি।
আরও পড়ুন: আজও কলকাতায় চলবে তাপপ্রবাহ, বাড়বে আরও গরম
নিউটাউন থানা এলাকার বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল। রোজকার মতোই সোমবার রাতে ইকো পার্কের ঝিলে নেমেছিলেন স্নান করতে। কিন্তু দীর্ঘক্ষণ না ফেরায় বুদ্ধদেবের খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। খবর যায় নিউটাউন থানায়। ইকো পার্কের ৬ নম্বর গেটের পিছনে, ঝিলের পাশে মেলে বুদ্ধদেবের জুতো। এরপর ঝিলে জাল ফেলা হয়। নামানো হয় ডুবুরি। কয়েক ঘণ্টা পর উদ্ধার বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ।
advertisement
advertisement
সোমবার বন্ধ ছিল ইকো পার্ক। তাহলে কীভাবে সেখানে ঢুকলেন ওই ব্যক্তি? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, ইকো পার্কের ঝিলে স্নান করতে, ৬ নম্বর গেটের পিছনে, পাঁচিলের একটি ভাঙা অংশ দিয়ে প্রায়ই পার্কে ঢোকেন এলাকার কিছু বাসিন্দা। বুদ্ধদেব মণ্ডলও ওই জায়গা দিয়েই পার্কে ঢুকেছিলেন বলে অনুমান পুলিশের।
advertisement
মাস দুয়েক আগে ইকো পার্কে রাইড দুর্ঘটনায় গুরুতর জখম হয় কয়েকজন শিশু। গাফিলতির অভিযোগ ওঠে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার ইকো পার্কে জলে ডুবে মৃত্যু ব্যক্তির। ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ইকো পার্কের নজরদারি। যদিও এনিয় পার্ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
view commentsLocation :
First Published :
June 19, 2018 1:25 PM IST