ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনের দাম কত, জেনে নিন
Last Updated:
#কলকাতা: ওয়ানপ্লাসের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ৬ খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে । বাজারে আসার আগেই ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের দাম ও এই ফোন সম্পর্কে কিছু তথ্য ৷
জানা গিয়েছে, আগের ফোনগুলির তুলনায় নতুন ফোনের দাম বেশি হবে। ওয়ানপ্লাস ৬, ৬৪ জিবি সংস্করণের শুরুর দাম হবে ৫২৩ মার্কিন ডলার(প্রায় ৩৪ হাজার টাকা)। ২০১৭ সালের ওয়ানপ্লাস ৫ ফোনটির প্রথমদিকে মূল্য ছিল ৪৭৫ মার্কিন ডলার(প্রায় ৩০ হাজার টাকা)। আর ১২৮ জিবি ওয়ানপ্লাস ৬ এর দাম হবে ৬০২ ডলার (প্রায় ৩৯ হাজার টাকা) ২৫৬ জিবির দাম ৬৯৭ ডলার(৪৫হাজার টাকা)।
advertisement
দাম ছাড়াও এই ফোনের অফিসিয়াল কেসের ছবি প্রকাশ করা হয়েছে। এই ব্যাক কভারের ডিজাইন দেখে বোঝা যায়, এই ফোনের ডুয়েল ক্যামেরা থাকবে লম্বালম্বিভাবে। এ ছাড়াও এর আগের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের সামনে নচ থাকবে।
advertisement
Location :
First Published :
April 02, 2018 7:31 PM IST