‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ’’ : নরেন্দ্র মোদি
Last Updated:
‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ৷ সততার পথেই মানুষ হাঁটতে চায় ৷ এর জন্য সবকিছু করতে প্রস্তুত তারা ৷ ’’
#মোরাদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনায় এখন টাকা নিয়ে সমস্যায় পড়েছে গোটা দেশের মানুষ ৷ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা একের পর এক তোপ দাগছেন ৷ কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত যে নন প্রধানমন্ত্রী, তা তিনি এদিন আবারও মোরাদাবাদের সভায় বুঝিয়ে দিয়েছেন ৷ বরং দেশবাসীকে আবারও বললেন, ‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ৷ সততার পথেই মানুষ হাঁটতে চায় ৷ এর জন্য সবকিছু করতে প্রস্তুত তারা ৷ ’’
এদিনের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘ আপনার মোবাইল ফোনই আপনার ব্যাঙ্ক ৷ এজন্য এটিএমে যাওয়ার প্রয়োজন নেই ৷ কেউ বলছেন আমাদের দেশ গরিব ৷ সব মানুষ এসব বোঝেন না ৷ শিক্ষিত দেশেও আজ ব্যালট পেপারে ভোট হয় ৷ অথচ ভারতবাসী বোতাম টিপে ভোট দেয় ৷ মানুষ চায় সততার পথে হাঁটতে ৷ একবার সেই রাস্তার খোঁজ পেলে মানুষ সবকিছু করতে প্রস্তুত হবে ৷ ভারতবাসী নতুনকে স্বীকার করতে পিছু হটে না ৷ আমাদের দেশ পরিবর্তনকে স্বীকার করে ৷ ’’
advertisement
মোদি আরও বলেন , ‘‘ দেশবাসীকে বলছি, জানি আপনাদের কষ্ট হচ্ছে ৷ আপনাদের লাইনে দাঁড়াতে হচ্ছে ৷ তবুও আপনারা মোদির বিরুদ্ধে বলছেন না ৷ দেশের মানুষ বেইমানদের উপর বিরক্ত ৷ সততার লড়াইকে মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছে ৷ সাধারণ মানুষ বেইমানি চায় না ৷ বাধ্য হয়ে মানুষকে দুর্নীতির সামনে মাথা নত করতে হয় ৷ এবার ওই রাস্তা বন্ধ ৷ কেউ কেউ উস্কানি দিচ্ছেন ৷ সেজন্যই দেশজুড়ে অনেকে হইচই করছেন ৷ আপনারা যা কষ্ট করছেন ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন ৷ আপনাদের এই কষ্ট বিফলে যাবে না ৷ সততার রাস্তায় কোনও খামতি থাকবে না ৷ আপনাদের আমি আশ্বস্ত করছি ৷ ২১ শতাব্দীতে ভারত হবে ডিজিটাল ইন্ডিয়া ৷ নোট ছেপে আমি বেইমানদের সাহায্য করব না ৷ আপনাদের কষ্ট আমার কষ্ট ৷ কৃষকরা কষ্ট সহ্য করেও উৎপাদন ধরে রেখেছেন ৷ আমি কৃষকদের স্যালুট করছি ৷ দেশের নবীন প্রজন্ম এগিয়ে এস ৷ দেখিয়ে দাও নবীন প্রজন্ম দেশকে কোথায় এগিয়ে নিয়ে যেতে পারে ৷ সাধারণ মানুষকে ডিজিটাল ইন্ডিয়ার অংশীদার কর ৷ ’’
advertisement
advertisement
ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো প্রসঙ্গে মোদি বলেন, ‘‘কখনও কোনও বড়লোককে গরিবের পায়ে পড়তে দেখেছেন ? বেইমান ধনীরা আজ চুপি চুপি যাচ্ছেন গরিবের ঘরে ৷ কারণ ব্যাঙ্কে যাওয়ার হিম্মত নেই ওদের ৷ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছেন সৎ লোকরাই ৷ জনধন অ্যাকাউন্টে টাকা রাখার জন্য তারা পা ধরছে ৷ বেইমান লোকরা আজ ফেঁসেছে ৷ এতদিন যারা ‘মানি মানি’ বলতেন ৷ তারা আজ মোদি মোদি করছেন ৷ আপনাদের অ্যাকাউন্টে টাকা রাখতে দেবেন না ৷ গরিবের অ্যাকাউন্টে যারা টাকা রাখছেন ৷ তারা জেলে যাবে ৷ আমি আবার নতুন বুদ্ধি বার করছি ৷ ৭০ সালের রোগ হটাও ৷ বেইমানদের দেশ থেকে তাড়াও ৷ আমার হাত শক্ত কর ৷ ’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2016 5:18 PM IST