Wife Finds Missing Husband: ২০১৮ থেকে স্বামী নিখোঁজ, সাত বছর পর মোবাইলে চোখ আটকে গেল স্ত্রীর! যা দেখলেন, অবিশ্বাস্য

Last Updated:

যে থানায় জিতেন্দ্রকে খুঁজে বের করার জন্য অভিযোগ জানানো হয়েছিল, সেই সানডিলা থানাতেই ফের নতুন করে অভিযোগ জানিয়েছেন শিলু৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
২০১৮ সাল থেকে নিখোঁজ ছিলেন স্বামী৷ থানায় দায়ের হয়েছিল অভিযোগও৷ এমন কি, স্বামীর এই রহস্যজনক অন্তর্ধানের স্ত্রী এবং তাঁর পরিবারের ভূমিকা রয়েছে বলে অভিযোগও তুলেছিল নিখোঁজ যুবকের পরিবার৷
তার পর কেটে গিয়েছে সাত বছর৷ সম্প্রতি নিখোঁজ সেই যুবকের স্ত্রী আবিষ্কার করলেন, অন্য এক মহিলার সঙ্গে দিব্যি সমাজমাধ্যমে রিলস বানাচ্ছেন তাঁর সেই নিখোঁজ স্বামী৷ এমন কি, ওই মহিলাকে বিয়েও করেছেন নিখোঁজ সেই যুবক!এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হরদই জেলায়৷ নিখোঁজ ওই যুবকের নাম জিতেন্দ্র৷ হরদইয়ের আতামৌ জেলার বাসিন্দা জিতেন্দ্রর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় মুরারনগরের বাসিন্দা শিলু নামে এক তরুণীর৷ বিয়ের পর ওই দম্পতির একটি পুত্রসন্তানও হয়৷
advertisement
কিন্তু ২০১৮ সালে আচমকাই নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র৷ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পায়নি জিতেন্দ্রর পরিবার৷ ২০১৮ সালের এপ্রিল মাসে পুলিশে অভিযোগও দায়ের করা হয়৷ কিন্তু পুলিশও নিখোঁজ ওই যুবকের কোনও সন্ধান পায়নি৷
advertisement
সেই সময় জিতেন্দ্র পরিবার অভিযোগ করে, তাঁদের বাড়ির ছেলের অন্তর্ধানের পিছনে স্ত্রী শিলু এবং তাঁর পরিবারের ভূমিকা রয়েছে৷ যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেন জিতেন্দ্রর স্ত্রী৷ ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যান তিনি৷
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে আচমকাই একটি রিলসে চোখ আটকে যায় শিলুর৷ তিনি দেখেন, অবিকল তাঁর স্বামীর মতো দেখতে এক যুবক লুধিয়ানার বাসিন্দা এক মহিলার সঙ্গে ইন্টারনেটে একের পর এক রিলস বানিয়ে ছেড়েছেন৷ শিলু নিশ্চিত হন, ওই যুবকই তাঁর নিখোঁজ স্বামী৷ জিতেন্দ্র বাড়ি থেকে পালিয়ে দ্বিতীয় বার ওই মহিলাকে বিয়ে করেছেন বলেও অভিযোগ শিলুর৷ জিতেন্দ্রর পরিবারও সবকিছু জানত বলেও অভিযোগ ওই তরুণীর৷
advertisement
যে থানায় জিতেন্দ্রকে খুঁজে বের করার জন্য অভিযোগ জানানো হয়েছিল, সেই সানডিলা থানাতেই ফের নতুন করে অভিযোগ জানিয়েছেন শিলু৷ পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ অভিযোগ সত্যি প্রমাণিত হলে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Wife Finds Missing Husband: ২০১৮ থেকে স্বামী নিখোঁজ, সাত বছর পর মোবাইলে চোখ আটকে গেল স্ত্রীর! যা দেখলেন, অবিশ্বাস্য
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement