হোয়াইট হাউসকে উড়িয়ে দেওয়ার হুমকি ISIS-এর

Last Updated:

ইসলামিক জঙ্গি সংগঠন ISIS- এর নজর এবার হোয়াইট হাউসের উপরে ৷ নতুন ভিডিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হামলার হুমকি দিল ISIS ৷

#ওয়াশিংটন:  ইসলামিক জঙ্গি সংগঠন ISIS- এর নজর এবার হোয়াইট হাউসের উপরে ৷ নতুন ভিডিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হামলার হুমকি দিল ISIS ৷ বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে এই জঙ্গি সংগঠন ৷ ছ’মিনিটের এই ভিডিওটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনকে আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ISIS ৷ তবে এখানেই শেষ নয় ৷ ওই একই ভিডিওতে প্যারিসে ফের হামলা চালাবে বলে দাবি করে তারা ৷
সূত্রের খবর, ইরাকের ডিজলা শহরের ISIS এর অধীনে থাকা অঞ্চলে ‘প্যারিস বিফোর রোম’ এই ভিডিওটি তৈরি হয়েছে ৷ পুরো ভিডিওটি ইরাকি ভাষায় বানানো হয়েছে ৷ এর আগে বুধবার, নিউইয়র্ক-এ প্যারিসের ধাঁচে আক্রমণ করার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল ওই জঙ্গি গোষ্ঠী ৷ তার ঠিক একদিন পরেই এবার সরাসরি প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর হুমকি ISIS-এর ৷ অন্যদিকে এফবিআই ডিরেক্টর জেমস কোমি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারিসের মতো হামলার সম্ভাবনার কোনও তথ্য তাদের কাছে নেয় ৷ তবে প্যারিস হামলার কথা মাথায় রেখে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হোয়াইট হাউসকে উড়িয়ে দেওয়ার হুমকি ISIS-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement