হোয়াইট হাউসকে উড়িয়ে দেওয়ার হুমকি ISIS-এর

Last Updated:

ইসলামিক জঙ্গি সংগঠন ISIS- এর নজর এবার হোয়াইট হাউসের উপরে ৷ নতুন ভিডিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হামলার হুমকি দিল ISIS ৷

#ওয়াশিংটন:  ইসলামিক জঙ্গি সংগঠন ISIS- এর নজর এবার হোয়াইট হাউসের উপরে ৷ নতুন ভিডিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হামলার হুমকি দিল ISIS ৷ বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করে এই জঙ্গি সংগঠন ৷ ছ’মিনিটের এই ভিডিওটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনকে আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ISIS ৷ তবে এখানেই শেষ নয় ৷ ওই একই ভিডিওতে প্যারিসে ফের হামলা চালাবে বলে দাবি করে তারা ৷
সূত্রের খবর, ইরাকের ডিজলা শহরের ISIS এর অধীনে থাকা অঞ্চলে ‘প্যারিস বিফোর রোম’ এই ভিডিওটি তৈরি হয়েছে ৷ পুরো ভিডিওটি ইরাকি ভাষায় বানানো হয়েছে ৷ এর আগে বুধবার, নিউইয়র্ক-এ প্যারিসের ধাঁচে আক্রমণ করার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল ওই জঙ্গি গোষ্ঠী ৷ তার ঠিক একদিন পরেই এবার সরাসরি প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর হুমকি ISIS-এর ৷ অন্যদিকে এফবিআই ডিরেক্টর জেমস কোমি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারিসের মতো হামলার সম্ভাবনার কোনও তথ্য তাদের কাছে নেয় ৷ তবে প্যারিস হামলার কথা মাথায় রেখে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হোয়াইট হাউসকে উড়িয়ে দেওয়ার হুমকি ISIS-এর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement