Ratan Tata: রতন টাটার পা ছুঁয়ে প্রণাম করলেন নারায়ণ মূর্তি! গর্বে চোখে জল নেটিজেনদের

Last Updated:

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তখন মঞ্চে নারায়ণ মূর্তি৷ বিশ্বের তথ্যপ্রযুক্তি জগতে অন্যতম নক্ষত্র৷ TIEcon-এর ওই পুরস্কার অনুষ্ঠানে ছিলেন রতন টাটাও৷ রতন টাটাকে পুরস্কার মঞ্চে ডাকা হল৷ নারায়ণ মূর্তিই পুরস্কার তুলে দেবেন রতন টাটার হাতে৷

#মুম্বই: বিশ্বের শিল্প সাম্রাজ্যে রতন টাটা একটি বিশাল নাম৷ ভারতের গর্বও৷ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাসের ভক্ত গোটা বিশ্বেই৷ সোশ্যাল মিডিয়ায় খুব একটা না-থেকেও তিনি প্রায় প্রতিদিনই ইন্টারনেটে ভাইরাল তাঁর কাজের জন্য৷ কয়েক দিন আগে ইনস্টাগ্রামে রতন টাটার যুবক বয়সের ছবি দেখে, সব বয়সের মেয়েরাই প্রেমে হাবুডুবু৷ এ হেন রতন টাটা ফের ভাইরাল৷ আসলে ঠিক রতন টাটা নন, বলা ভালো তাঁর লেগাসির জন্য৷ নইলে ভরা মঞ্চে রতন টটার পা ছুঁয়ে প্রণাম করতেন না ইনফোসিস-এর কর্ণধার নারায়ণ মূর্তি!
ইন্টারনেটে সেই ছবি ভাইরাল৷ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তখন মঞ্চে নারায়ণ মূর্তি৷ বিশ্বের তথ্যপ্রযুক্তি জগতে অন্যতম নক্ষত্র৷ TIEcon-এর ওই পুরস্কার অনুষ্ঠানে ছিলেন রতন টাটাও৷ রতন টাটাকে পুরস্কার মঞ্চে ডাকা হল৷ নারায়ণ মূর্তিই পুরস্কার তুলে দেবেন রতন টাটার হাতে৷ পুরস্কার দেওয়ার আগে রতন টাটার পা ছুঁয়ে প্রণাম করলেন নারায়ণ মূর্তি৷ আবেগে ভাসল ইনস্টাগ্রাম৷ দু জনেই দেশের দুটি বড় নাম৷ কিন্তু সম্মানের নিরিখে যে রতন টাটাই বর্তমানে ভারতের অন্যতম সেরা ব্যক্তিত্ব, তা যেন আরও একবার প্রমাণ হল৷
advertisement
advertisement
ট্যুইটার থেকে ইনস্টগ্রাম, মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য৷ ইনস্টগ্রামে একজন লিখলেন, 'অতুল্য ভারতের এটাই সংস্কৃতি৷ ভারতীয় সংস্কার৷ এক লেজেন্ডকে আরেক লেজেন্ডের সম্মান জানানো দেখে মনটা ভরে গেল৷ দুজনকেই আমার প্রণাম৷'
advertisement
আরেকজন লিখছেন, 'আমাদের প্রত্যেক ভারতীয়ের কাছে এটা শিক্ষনীয়৷ মাতৃভূমির দুই মহান সন্তান, দু জনকে দুজনকে শ্রদ্ধা জানাচ্ছেন৷ ভারতীয় হিসেবে গর্বিত৷'
পুরস্কার নেওয়ার পর রতন টাটা বললেন, 'বন্ধু নারায়ণ মূর্তির হাত থেকে পুরস্কার নেওয়া বিশেষ সম্মানের৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata: রতন টাটার পা ছুঁয়ে প্রণাম করলেন নারায়ণ মূর্তি! গর্বে চোখে জল নেটিজেনদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement