বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

#নয়াদিল্লি: অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এটা একটা ঐতিহাসিক বাজেট ৷ গত আড়াই বছরে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই বাজেটে তার সব প্রতিফলন রয়েছে ৷’ অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইটে মোদি জানান ‘উত্তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ৷’
এই প্রথম সাধারণ ও রেল বাজেট এক সঙ্গে পেশ করা হয়েছে ৷ এই বিষয়ে দুটি দফতরের প্রশংসা করেছেন তিনি ৷ পাশাপাশি তিনি বলেন, ‘ গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রেলওয়ে, কৃষির বিকাশ, শ্রমিক সুরক্ষা, সাধারণ মানুষের স্বার্থরক্ষা, সবক্ষেত্রেই গুরুত্ব আরোপ করেছে এই বাজেট ৷ গ্রামোন্নয়ন ও কৃষির উন্নতি নিয়ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ গ্রামজীবন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এই বাজেট উৎপাদন শিল্পকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ৷’
advertisement
সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ কর্মসংস্থান বৃদ্ধিতে দারুণ উপযোগী এই বাজেট ৷ মহিলা ও শিশুকল্যাণও বাজেটে গুরুত্ব পেয়েছে ৷ স্বাস্থ্য-শিক্ষার প্রসারেও উপযোগী এই বাজেট, বলে জানিয়েছেন মোদি ৷
advertisement
মোদি আরও জানান, ‘আবাসন ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিয়েছে ৷ ডিজিটাল অর্থনীতির বিকাশে এই বাজেট গুরুত্বপূর্ণ ৷ কর ব্যবস্থার সংস্কারে মধ্যবিত্তদের সুবিধা হয়েছে ৷ এই কর ব্যবস্থায় কম আয়ের মানুষেরই বেশি সুবিধা ৷ করহার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে ৷ এটা যথেষ্ট সাহসী সিদ্ধান্ত অর্থ দফতরের ৷’
advertisement
‘বাজেটে কর্মসংস্থানের বিকাশ হবে ৷ সাধারণ মানুষের আয় বাড়বে এই বাজেটে ৷ এই বাজেট সংকল্পের বাজেট ৷ এই বাজেট দেশের ভবিষ্যত তৈরি করবে ৷ কৃষক, দলিত, পীড়িত, মহিলা ও শিশুদের বিকাশ, সবকিছুই এই বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে ৷ উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়ক এই বাজেট’, ২০১৭-১৮ বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement