হিমাচল-কাশ্মীরে তুষারপাত, গরমে ফুটছে ওড়িশা, বাংলা, তেলেঙ্গানা

Last Updated:

বরফ ও বৃষ্টিতে কাঁপছে উত্তরভারত। আর তাপপ্রবাহে পুড়ছে বেশ কয়েকটি রাজ্য।

#নয়াদিল্লি: বরফ ও বৃষ্টিতে কাঁপছে উত্তরভারত। আর তাপপ্রবাহে পুড়ছে বেশ কয়েকটি রাজ্য। হিমাচল, কাশ্মীরের এসময় নতুন করে তুষারপাত। চৈত্রের তাপ থেকে মুক্তি পায়নি ওড়িশা, তেলঙ্গনা। দক্ষিণ ভারতবিস্তীর্ণ এলাকায় খরা পরিস্থিতি।
গত কয়েকদিন ধরে চড়া রোদ। তাপমাত্রার পারদ কোথাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কোথাও বা ৪০ ডিগ্রি পেরিয়েেছ। তীব্র গরমে পুড়ছে দক্ষিণ ভারত। ওড়িশা, তাপ বেড়েছে উত্তরভারতের কয়েকটি রাজ্যেও। পশ্চিম ওড়িশার বলানগির, হীরাকুদ, সুন্দরগড়ে পমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হাঁসফাঁস দশা তেলঙ্গনা, মহারাষ্ট্রে। বিস্তীর্ণ এলাকা জু়ডে প্রায় খড়া পরিস্থিতি। গত কয়েকদিনে গরমে নাজেহাল দশা রাজস্থানের। ...
advertisement
তারই মধ্যে হঠাৎ স্বস্তি। এই এপ্রিলেও কাশ্মীর ও হিমাচলে নতুন করে তুষারপাত। পালাম, অায়ানগড়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। পঞ্জাবের চণ্ডীগড়, মোহালি, রোপার, ফাগওয়ারা, জলন্ধরের বিস্তীর্ণ অংশেও বৃষ্টি হয়েছে। আর তাতেই উত্তরভারতে এক ধাক্কায় পড়ল পারত। তীব্র গরমের হাত থেকে খানিক স্বস্তি। এই পরিস্থিতিতে খরমের হাত থেকে বাঁচতে কাশ্মীর-হিমাচল যেতে চাইতেই পারেন পর্যটকরা।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
হিমাচল-কাশ্মীরে তুষারপাত, গরমে ফুটছে ওড়িশা, বাংলা, তেলেঙ্গানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement