‘খুনি’ পাকিস্তানি সেনার শাস্তি চাইল দিল্লি
Last Updated:
দুই সেনা জওয়ান জওয়ান পরমজিৎ সিং আর প্রেম সাগরকে খুনের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
#নয়াদিল্লি: ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনায় জড়িত পাকিস্তান। আজ ইসলামাবাদকে এ নিয়ে প্রমাণ তুলে দিল নয়াদিল্লি। এদিনই দিল্লিতে পাক হাই কমিশনার আবদুল বাসিতকে তলব করে বিদেশমন্ত্রক।ভারতীয় জওয়ান খুনে পাকিস্তানি সেনার জড়িত থাকার প্রমাণ তুলে দেওয়া হয় তার হাতে।
দুই সেনা জওয়ান জওয়ান পরমজিৎ সিং আর প্রেম সাগরকে খুনের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার কূটনৈতিকভাবে ইসলামাবাদের উপর চাপ বাড়ানোর কৌশল নিল নয়াদিল্লি।এদিন পাক হাই কমিশনার আবদুল বাসিতকে ডেকে পাঠান বিদেশসিচব এস জয়শঙ্কর। জওয়ান খুনের ঘটনায় পাক সেনার জড়িত থাকার প্রমাণ দেওয়া হয়েছে বাসিতকে।
'জড়িত পাক সেনাই'
advertisement
advertisement
- নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল হামলাকারীরা
- হামলার পর পাকিস্তানেই ফিরে যায় আততায়ীরা
- সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সাহায্য করা হয়েছিল
- নিহত ভারতীয় জওয়ানদের রক্তের নমুনা পাওয়া গিয়েছে
- রক্তের নমুনা আর রোজা নালায় রক্তের ছাপ প্রমাণ দিচ্ছে হত্যাকারীরা এলওসি টপকে ভারতে ঢোকে
দ্রুত খুনি পাক সেনাদের শান্তির দাবি জানিয়েছে নয়াদিল্লি। তবে এই বিষয় নিয়ে মুখ খোলেননি বাসিত। ইতিমধ্যেই সেনার চাপে নিজের দেশে কোণঠাসা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার তার উপর কূটনৈতিক চাপ বাড়িয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল নয়াদিল্লির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2017 6:11 PM IST