সলওয়ার-কামিজ পরা এই মহিলার কাছেই কুপোকাৎ কুস্তিগীর ! (দেখুন ভিডিও)
Last Updated:
কোনও WWE শো ছিল না। কিন্তু এই সলওয়ার কামিজ পরা মহিলাই যা করলেন, তাতে সবার চক্ষু চড়কগাছ !
#চণ্ডীগড়: মহিলাদের কুস্তি এখনকার দিনে WWE-র মাধ্যমে সবাই দেখে থাকেন ৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় বিদেশে ৷ দেশের মাটিতে সনাতন কুস্তি ছাড়া অন্য কিছু চোখে পড়ার সুযোগ খুবই কম ৷ মহিলাদের প্রো- রেসলিং তো প্রায় হয় না বললেই চলে ৷ তবে এদেশেও যে ‘শক্তিশালী’ মহিলাদের কোনও অভাব নেই, সেটা এই ভিডিওটা না দেখলে হয়তো সেভাবে আন্দাজ করা সম্ভব হত না ৷
কোনও WWE শো ছিল না। রিং-এ অ্যালিসিয়া ফক্স বা ল্যানারের মতো কোনও বিশ্বের সেরা মহিলা রেসলাররাও ছিলেন না। তবুও ‘দ্য গ্রেট খালি’-র রেসলিং স্কুলের আয়োজিত একটি কুস্তি শো-তে যা ঘটল তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ৷
শো- তে হাজির ছিলেন একজন মহিলা কুস্তিগীর। রিং-এ ওঠা মাত্রই হুংকার ছাড়তে শুরু করেন তিনি। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন সেখানে তাঁর সঙ্গে মোকাবিলা করতে আসা বাকি রেসলারদেও। এমন সময় ঘটল এক উলটপুরান। হঠাত্ই দর্শকদের মাঝখান থেকে উঠে এলেন এক মহিলা। পরনে হলুদ ও কমলা রং-য়ের সালোয়ার কামিজ। একদম দেশি মেজাজে রিং-এ উঠেই ওই মহিলা কুস্তিগীরকে বললেন, তিনি চ্যালেঞ্জ নিতে তৈরি ৷
advertisement
advertisement
প্রথমে মজার ছলেই সবকিছু ঘটছিল ৷ কিন্তু তারপরেই শুরু হয় ধুন্ধুমার লড়াই ৷ বিবি বুলবুল নামে ওই রেসলারের প্রথম ধাক্কা সামলাতেই বেগ পেতে হয় কবিতাকে ( সলওয়ার-কামিজ পরা মহিলা) । তিনি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হলেও যে কাণ্ডটা এরপর ঘটালেন তা বর্ণনার অতীত। কার্যত দেশীয় স্টাইলেই তুলে নিয়ে আছাড় দিলেন বুল বুলকে। একবার বা দু’বার নয়, পরপর তিনবার একই ভাবে তাঁকে আছাড় মারেন ওই মহিলা। ঘটনায় হতবাক উপস্থিত সকল দর্শকরা ৷ ঠিক কী হয়েছিল ওইদিন রিং-এ ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2016 12:56 PM IST