এক ঝাঁক শকুনের ভয়ে শিকার ছেড়ে পালাল চিতা, সেই শিকারেই সিংহের থাবা ! ভাইরাল হল ভিডিও

Last Updated:

রবিবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে একটি ভিডিও

#নয়াদিল্লি: রবিবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যা দেখলে প্রথমে তো অবাক হবেন, পরে ভাববেন এমনটাও ঘটতে পারে ! নেটিজেনরা বলছেন, বার বার ভিডিও দেখার পরে জীবন সম্পর্কে নতুন উপলদ্ধিও হতে পারে আপনার ৷
হ্যাঁ, এরকমই এক অবাক করা ভিডিও নিয়ে এখন উত্তাল ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে ৷
তা কী রয়েছে সেই ভিডিওতে?
ভিডিওটি একটি গভীর জঙ্গলের ৷ যেখানে এক চিতা একটি হরিণ শিকার করে এনেছে ৷ তবে সেই শিকার করা হরিণ খেতে গিয়েই বিপত্তি৷ কোথা থেকে উড়ে এসেছে এক ঝাঁক শকুন ৷ চিতাকে কিছুতেই হরিণ খেতে দিচ্ছে না ৷ অনেক চেষ্টা করেও শকুনের কাছে হার মানল চিতা ৷ হরিণ ছেড়েই পালিয়ে গেল ভিতু চিতা ৷ ব্যস, সুযোগ পেয়ে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল শকুনের দল ! তারপর যেন চড়ুইভাতি ৷
advertisement
advertisement
তবে এবার কাহিনিতে ট্যুইস্ট ৷ একেবারে নায়কের মতো এন্ট্রি নিল এক সিংহ ৷ ঝাঁপিয়ে পড়ল শকুনের ওপর ৷ তারপর শিকার করা হরিণ নিয়ে একেবারে দে ছুট ! দেখুন কী কাণ্ড, কে করল শিকার, কে শেষমেশ খেয়ে ফেলল !
দেখুন সেই ভাইরাল ভিডিও----
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এক ঝাঁক শকুনের ভয়ে শিকার ছেড়ে পালাল চিতা, সেই শিকারেই সিংহের থাবা ! ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement