#নয়াদিল্লি: রবিবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যা দেখলে প্রথমে তো অবাক হবেন, পরে ভাববেন এমনটাও ঘটতে পারে ! নেটিজেনরা বলছেন, বার বার ভিডিও দেখার পরে জীবন সম্পর্কে নতুন উপলদ্ধিও হতে পারে আপনার ৷
হ্যাঁ, এরকমই এক অবাক করা ভিডিও নিয়ে এখন উত্তাল ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে ৷
তা কী রয়েছে সেই ভিডিওতে?
ভিডিওটি একটি গভীর জঙ্গলের ৷ যেখানে এক চিতা একটি হরিণ শিকার করে এনেছে ৷ তবে সেই শিকার করা হরিণ খেতে গিয়েই বিপত্তি৷ কোথা থেকে উড়ে এসেছে এক ঝাঁক শকুন ৷ চিতাকে কিছুতেই হরিণ খেতে দিচ্ছে না ৷ অনেক চেষ্টা করেও শকুনের কাছে হার মানল চিতা ৷ হরিণ ছেড়েই পালিয়ে গেল ভিতু চিতা ৷ ব্যস, সুযোগ পেয়ে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল শকুনের দল ! তারপর যেন চড়ুইভাতি ৷
তবে এবার কাহিনিতে ট্যুইস্ট ৷ একেবারে নায়কের মতো এন্ট্রি নিল এক সিংহ ৷ ঝাঁপিয়ে পড়ল শকুনের ওপর ৷ তারপর শিকার করা হরিণ নিয়ে একেবারে দে ছুট ! দেখুন কী কাণ্ড, কে করল শিকার, কে শেষমেশ খেয়ে ফেলল !
দেখুন সেই ভাইরাল ভিডিও----
A cheetah makes the kill. So does speed matter? No, because the cheetah gets overpowered by vultures. So does quantity matter? No. A single lion shows that it's just your ATTITUDE that matters. VC: @LatestKruger pic.twitter.com/YiyUAUaGz3
— Naveed Trumboo IRS (@NaveedIRS) May 7, 2020