Air India: ক্ষতিপূরণের বদলে মিলছে হুমকি! কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া, আহমেদাবাদ দুর্ঘটনায় মৃত পরিজনদের দাবি ঘিরে চাঞ্চল্য!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার সেই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে মারাত্মক অভিযোগ উঠল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ক্ষতিপূরণের ক্ষেত্রে বিমানসংস্থার তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে।
আহমেদাবাদ: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার সেই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে মারাত্মক অভিযোগ উঠল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ক্ষতিপূরণের ক্ষেত্রে বিমানসংস্থার তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে।
মৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, তাঁদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে কার্যত জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিপূরণের অর্থের পরিমাণ কমানোর জন্য মৃতের সঙ্গে পরিবারের আর্থিক নির্ভরতার বিষয়টিও জানতে চাওয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়েছেন মৃতদের আত্মীয় এবং পরিবারবর্গ।
আরও পড়ুন: চরম অশনি সঙ্কেত..! ৭ দিন ২১ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টিপাত, শক্তিশালী ঝড়-জল, কী হবে বাংলায়?
advertisement
advertisement
এই প্রসঙ্গে জানা গিয়েছে, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে ব্রিটেনের এক আইনি সংস্থার দ্বারস্থ হয়েছিলেন মৃত ৪০ যাত্রীর পরিবার। এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত এয়ার ইন্ডিয়া, বোয়িং-সহ একাধিক সংস্থার থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করছিল এই আইনি সংস্থা।
advertisement
তাঁদের পক্ষ থেকেই জানানো হয়, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রশ্নোত্তর তুলে দেওয়া হয় মৃত পরিবারগুলির কাছে। এরপরেই ওই সংস্থার পক্ষ থেকে আরও মারাত্মক অভিযোগ করা হয়, ‘স্টিয়ার্টস’ নামে ওই আইনি সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ওই প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার পর কার্যত হুমকি দেওয়া হয়েছে, যদি তা পূরণ না করা হয় তবে ক্ষতিপূরণ দেওয়া হয় হবে না।
advertisement
যদিও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা’ এবং ‘ভিত্তিহীন’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 10:39 AM IST