স্টেশন এবার বিয়েবাড়ি, বলিউডের সিনেমা নয় রেলমন্ত্রকের বাস্তব পরিকল্পনা

Last Updated:

স্টেশনেই চার হাত এক, স্টেশনেই সপরিবারে ভূরিভোজ। উপরি পাওনা স্টেশনের মনকাড়া প্রকৃতি। হেঁয়ালি ঠেকছে? খুলেই বলি তাহলে।

#কলকাতা: স্টেশনেই চার হাত এক, স্টেশনেই সপরিবারে ভূরিভোজ। উপরি পাওনা স্টেশনের মনকাড়া প্রকৃতি। হেঁয়ালি ঠেকছে? খুলেই বলি তাহলে।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর শেষ দৃশ্যেটি মনে আছে ৷ ‘যা বেটা যা জিলে আপনি জিন্দেগি’, বাবা অমরেশ পুরীর অনুমতি পেয়েই ট্রেনের পিছনে ছুটছেন সিমরন ৷ হাত বাড়িয়ে কন্যার হাত ধরে ট্রেনে তুলে নিলেন রাজ ৷ সেই ট্রেনের কামরায় জোড়া লেগেছিল রাজ-সিমরনের প্রেম। শুধু DDLG-ই নয়, বলিউড-টলিউডের বহু প্রেমকাহিনীর মধুরেণ সমাপয়েতের সাক্ষী থেকেছে ভারতীয় রেল ৷ এবার সেই স্টেশন থেকেই বাস্তবের জুটিদের মিলনের সাক্ষী থাকার উদ্যোগ নিল ইন্ডিয়ান রেলওয়ে ৷
advertisement
এবার রেলওয়ে স্টেশন থেকেই শুরু করা যাবে বিবাহিত জীবন। স্টেশনেই আয়োজন করা যাবে বিয়েবাড়ির। এমনটাই পরিকল্পনা রেলমন্ত্রকের। দেশের বিভিন্ন প্রান্তের বহু স্টেশনেই ট্রেন চলাচল করে কম। এমনই কিছু বাছাই করা স্টেশনে বসতে চলেছে বিয়ের আসর।
advertisement
দেশের বিভিন্ন প্রান্তের এমন ৫০০ টি স্টেশনের তালিকা তৈরি করেছে রেলমন্ত্রক ৷ হাওড়া ও শিয়ালদহের মতো ৪০ স্টেশনকে ফেলা হয়েছে এ ওয়ান তালিকায় ৷
advertisement
রেলের পরিকল্পনায়-কল্পনায়, স্টেশনে বিয়ের জন্য থাকবে বিলাসবহুল জায়গা  ৷ সেখানেই হবে অতিথিদের খাবারের বন্দোবস্ত ৷ চাইলে ভাড়া নেওয়া যেতে পারে একাধিক কামরা ৷
কোন স্টেশনে বিয়ের জন্য কত ভাড়া? খাবারদাবারের জন্যই বা কত দিতে হবে?  রেলমন্ত্রক সূত্রে খবর, খরচের এই তালিকা আগামী মাসেই স্থির করা হবে বলে। এর আগে মহারাজা এক্সপ্রেসের মতো বিলাসবহুল এক্সপ্রেস ভাড়া করে বিয়ের আসর বসেছে। এবার, হাওড়া, শিয়ালদহ বা অন্য কোনও স্টেশনের পালা?
advertisement
ভতুর্কি সামলাতে নাজেহাল রেল ৷ তাই যাত্রীভাড়া ছাড়াও উপরি আয়ের জন্য নতুন পরিকল্পনা করছে রেলমন্ত্রক ৷ সেই অভুতপূর্ব পরিকল্পনাগুলির মধ্যে একটি এবার বিয়েবাড়ি ভাড়া ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্টেশন এবার বিয়েবাড়ি, বলিউডের সিনেমা নয় রেলমন্ত্রকের বাস্তব পরিকল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement