Vande Bharat Express New Time Table: বন্দে ভারত এক্সপ্রেসের সময় বাড়ল! শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে একবার দেখে নিন

Last Updated:

Vande Bharat Express New Time Table: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কলকাতা : হাওড়া – নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি। ডিব্রুগড়-সাঁতরাগাছি ও  গুয়াহাটি-গোমতীনগরের মধ্যে একমুখী স্পেশাল ট্রেন চালানো হবে।  যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সঙ্গে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত চলাচল করবে।
এছাড়াও, ডিব্রুগড়-সাঁতরাগাছি ও গুয়াহাটি-গোমতী নগরের মধ্যে দুটি একমুখী স্পেশাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেই অনুযায়ী, ট্রেন নং. ০২৩০১/০২৩০২ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল ০৬ ডিসেম্বর, ২০২৩ থেকে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত নয়টি ট্রিপের জন্য প্রত্যেক বুধবারে চলাচল করবে। ট্রেন নং. ০২৩০১ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত স্পেশাল ০৫:৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে একই দিনে ১৩:২৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০২৩০২ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত স্পেশাল ১৫:০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২২:৩৫ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।
advertisement
ট্রেন নং. ০৫৯৪৭ (ডিব্রুগড়-সাঁতরাগাছি) একমুখী স্পেশাল ০৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিব্রুগড় থেকে ১৯:৫৫ ঘণ্টায় রওনা দিয়ে ০৮ ডিসেম্বর, ২০২৩ তারিখের ০৩:০০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে। ট্রেনটি নিউ তিনসুকিয়া, মরিয়নী জং. ডিমাপুর, লামডিং জং., গুয়াহাটি, গোয়ালপাড়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জং, কিষাণগঞ্জ, মালদা টাউন ও বর্ধমান হয়ে চলবে।
advertisement
ট্রেন নং. ০৫৬৫২ (গুয়াহাটি – গোমতীনগর) একমুখী স্পেশাল ০৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে ১৪:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২০:০০ ঘণ্টায় গোমতীনগর পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জং. বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জং., কিষাণগঞ্জ, কাটিহার, বারাউনি জং., হাজিপুর ও গোরক্ষপুর হয়ে চলবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘‘এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবেএবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express New Time Table: বন্দে ভারত এক্সপ্রেসের সময় বাড়ল! শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে একবার দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement