Delhi Elections 2020| 'শাহিনবাগে বিরিয়ানি' মন্তব্য, যোগী আদিত্যনাথকে নোটিস পাঠাল কমিশন

Last Updated:

কমিশন যোগী আদিত্যনাথকে নির্দেশ দিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে তাঁকে৷

#নয়াদিল্লি: দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে শাহিনবাগের আন্দোলন নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য এ বার যোগী আদিত্যনাথকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন৷ দিল্লিতে জনসভায় যোগীর 'শাহিনবাগের বিক্ষোভকারীদের বিরিয়ানি' মন্তব্য নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে কমিশন৷
কমিশন যোগী আদিত্যনাথকে নির্দেশ দিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে তাঁকে৷
কমিশনের নোটিস কমিশনের নোটিস
advertisement
গত পয়লা ফেব্রুয়ারি দিল্লিতে একটি নির্বাচনী প্রচার সভায় বলেন, 'এর আগে কাশ্মীরের কিছু মানুষ পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে পাথর ছুড়ত। কেজরিওয়ালের দল, কংগ্রেস তাদের সমর্থন করত। কিন্তু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। একই ভাবে পাকিস্তানের জঙ্গিদের নরকে পাঠাচ্ছেন আমাদের জওয়ানরা। কংগ্রেস ও কেজরিওয়াল ওদের বিরিয়ানি খাওয়াত। আমরা ওদের গুলি খাওয়াই। আসলে দিল্লিবাসীর উপর কেজরিওয়ালের ভরসা নেই৷ তাই ইমরান খানের সাহায্য নিচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য৷ কেজরিওয়ালের পক্ষে কথা বলছে পাকিস্তানের মন্ত্রী কথা বলছেন৷'
advertisement
দিল্লির নির্বাচনে আদিত্যনাথ বিজেপির তারকা প্রচারকদের মধ্যে একজন৷ দিল্লি নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিবৃতি দিয়ে একের পর এক বিতর্কের কেন্দ্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই তালিকায় আরও একটি সংযোজন হয়েছে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার৷ এ বার যোগীর বক্তব্য, দেশভাগের সময় যে সব মুসলিমরা ভারতেই থেকে গিয়েছিলেন, তাঁরা দেশের জন্য কোনও দয়া করেননি৷
advertisement
বিবিসি-কে দেওয়া সাক্ষাত্‍কারে যোগী বলেন, 'ওদের উচিত ছিল দেশভাগের বিরোধিতা করা৷ দেশভাগ না-হলে পাকিস্তান তৈরি হত না৷' সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে, তখন যোগী আদিত্যনাথের এই বিবৃতি খুবই তাত্‍পর্যপূর্ণ৷ শনিবার অর্থাত্‍ ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020| 'শাহিনবাগে বিরিয়ানি' মন্তব্য, যোগী আদিত্যনাথকে নোটিস পাঠাল কমিশন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement