সবরমতীতে ট্রাম্প শিখলেন চরকা কাটা, মালা দিলেন মহাত্মা গান্ধির ছবিতে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্ত্রী কন্যাকে নিয়ে সরবমতী আশ্রমে এলেন ডোনাল্ড ট্রাম্প৷
#আহমেদাবাদ: বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্ত্রী কন্যাকে নিয়ে সরবমতী আশ্রমে এলেন ডোনাল্ড ট্রাম্প৷ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে এই আশ্রমের এক দীর্ঘ যোগাযোগ রয়েছে৷ কথা ছিল, সেই ইতিহাসের কথাই আজ ট্রাম্পের সামনে তুলে ধরবেন মোদি৷ সময়ের প্রায় ১৫ মিনিট পরে এদিন সরবমতী আশ্রমে পৌঁছে যান সবাই৷
আশ্রমের বাইরেই নিয়মমতো জুতো খুলতে হয়৷ তেমনই করলেন মার্কিন প্রেসিডেন্ট ও স্ত্রী৷ তারপর দু’জনে এলেন মহাত্মা গান্ধীর ছবির সামনে৷ সেখানে মালা দিলে মহাত্মার ছবিতে৷ তারপর ট্রাম্পকে ঘরে নিয়ে গেলেন মোদি৷ মহাত্মা থাকতেন যে ঘরে, সেই ঘরে নিয়ে গেলেন মোদি৷ তারপর দু’জনকে সঙ্গে নিয়ে চরকার সামনে হাজির হলেন মোদি৷ ভারতে বস্ত্র তৈরির মধ্যে দিয়ে স্বদেশী আন্দোলনের যে বীজ বপন করেছিলেন মহাত্মা, তাঁর গুরুত্ব ট্রাম্পকে বুঝিয়ে বলেন মোদি৷ এরপর চরকায় সুতো কাটার কাজ নিজে হাতে করতে চান মেনালিয়া ও ডোনাল্ড ট্রাম্প৷ কয়েকজন আশ্রমিক তারপর হাতে করে সুতো কাটা বুঝিয়ে দেন তাঁদের৷ এরপর কিছুক্ষণ চরকা কাটতে দেখা যায় ট্রাম্প ও মেলানিয়াকে৷
advertisement
"To my great friend, PM Modi... thank you for this wonderful visit."
US President Donald Trump and Melania Trump write in visitor book at Sabarmati Ashram. Follow live updates on #NamasteTrump: https://t.co/FZslc05QpF #NamasteyTrump pic.twitter.com/UifEtsHilA — News18.com (@news18dotcom) February 24, 2020
advertisement
advertisement
এরপর সেই আসন থেকে উঠে সরাসরি পর্যটকদের সই করার খাতায় নিজেদের মন্তব্য লিখতে বসেন ট্রাম্প ও মেলানিয়া৷ পরে দেখা যায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প৷ তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধু মোদিকে আমি এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই৷’
এরপর আশ্রমে দেখা যায় ইভাঙ্কা ট্রাম্পকেও৷ তিনিও সরবমতী আশ্রম ঘুরে দেখেন৷ নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট ততক্ষণে দেরি হয়ে গিয়েছে৷ এরপরই সবাই গাড়িতে উঠে যান মার্কিন প্রেসিডেন্ট৷ তারপর সবরমতী আশ্রম থেকে গাড়ি রওনা হয় মোতেরা স্টেডিয়ামের দিকে৷ রাস্তার পাশে তখন হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন৷ মোতেরা স্টেডিয়ামে ততক্ষণে লক্ষাধিক লোক জড়ো হয়ে গিয়েছেন৷ তাঁরা সকলেই অপেক্ষা করছেন ট্রাম্পের জন্য৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2020 1:06 PM IST