UPRVUNL Recruitment 2022: বিদ্যুৎ উৎপাদন নিগমে ১৩৪টি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
- Published by:Suman Majumder
Last Updated:
প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#লখনউ: সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেডের (Uttar Pradesh Rajya Vidyut Utpadan Nigam Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কেমিস্ট গ্রেড-২ এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UPRVUNL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
UPRVUNL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPRVUNL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)- | ৩৩টি পদ |
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- | ২৯টি পদ |
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স/কন্ট্রোল)- | ১৬টি পদ |
জুনিয়র ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স)- | ৪টি পদ |
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট- | ২১টি পদ |
কেমিস্ট গ্রেড-২- | ১৪টি পদ |
ল্যাব অ্যাসিস্ট্যান্ট- | ১৭টি পদ |
সংস্থা: | উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেডের (Uttar Pradesh Rajya Vidyut Utpadan Nigam Limited) |
পদের নাম: | জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কেমিস্ট গ্রেড-২ এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | ১৩৪ |
advertisement
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | ২৮.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ২৭.০২.২০২২ |
advertisement
UPRVUNL Recruitment 2022: আবেদন ফি
SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ৮২৬ টাকা আবেদন ফি, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১১৮০ টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি ১২ টাকা দিতে হবে।
UPRVUNL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
হিন্দি ভাষায় লেখা, পড়া ও কথা বলার দক্ষতা থাকা চাই। যাঁরা জানেন না তাঁদের নিয়োগের পরে ৩ বছরের মধ্যে উত্তরপ্রদেশের রেগুলিটারি অথরিটি দ্বারা আয়োজিত হিন্দি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
আরও পড়ুন- কারেন্সি নোট প্রেসে বিপুল নিয়োগ, আবেদনের শেষ দিন ২৫ জানুয়ারি!
প্রার্থীদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2022 5:25 PM IST