কিডনি দিতে চাই, জওয়ান ল্যান্স নায়েকের পাশে মহিলা ও প্রৌঢ়

Last Updated:

দিল্লির সেনা হাসপাতালে কোমায় রয়েছেন সিয়াচেন থেকে উদ্ধার হওয়া জওয়ান ল্যান্স নায়েক হনুমন্থাপ্পা ৷ সঙ্কট কাটেনি এখনও ৷ চিকিৎসদের কড়া নজরে রয়েছে তিনি ৷

#নয়াদিল্লি: দিল্লির সেনা হাসপাতালে কোমায় রয়েছেন সিয়াচেন থেকে উদ্ধার হওয়া জওয়ান ল্যান্স নায়েক হনুমন্থাপ্পা ৷ সঙ্কট কাটেনি এখনও ৷ চিকিৎসদের কড়া নজরে রয়েছে তিনি ৷ গোটা দেশ তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় ব্যস্ত ৷ এরই মাঝে দিল্লির সেনা হাসপাতালে হাজির হলেন দিল্লির প্রেম সরূপ ও মু্ম্বইের নিধি ৷ সেনা ডাক্তারদের কাছে তাঁদের একটাই দাবি, ‘আমাদের কিডনি নিয়ে নিন, সুস্থ করে তুলুন জওয়ান নায়েককে ৷’
প্রেম সরূপ সিআইএসএফ অবসরপ্রাপ্ত হেড কনস্টেবল ৷ ল্যান্স নায়েকের শারীরিক অবস্থার কথা কানে আসতেই, একবারও ভাবেননি তিনি ৷ ছুটে এসেছেন দিল্লির সেনা হাসপাতালে ৷ হাসপাতালে পৌঁছে প্রেম সরাসরি ডাক্তারদের জানান, ‘কিডনি হোক বা শরীরের যে কোনও অঙ্গ— যা প্রয়োজন হবে, আমার শরীর থেকে নিয়ে নিন। মন থেকে বলছি।’ ডাক্তারদের কাছে ঠিক এরকমই আবদার করেন মুম্বইয়ের নিধি পাণ্ডে ৷ নিধির স্বামী কাজ করতে ভারতীয় নৌ-বাহিনীতে ৷ তিনিও জওয়ান নায়েকের জন্য দান করতে চান নিজের কিডনি ৷ তবে শুধু প্রেম সরূপ বা নিধি নয়, ভারতীয় নৌবাহিনীর বহু প্রাক্তন অফিসারেরাই এগিয়ে এসেছেন জওয়ানকে বাঁচাতে ৷ মৃত্যুর সঙ্গে লড়ছে জওয়ান ল্যান্স নায়েক, গোটা দেশে প্রাথর্না সুস্থ হয়ে উঠুক তিনি তাড়াতাড়ি ৷ ডাক্তারদের কথায়, আগামী ২৪ ঘণ্টা বেশ সঙ্কটজনক ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কিডনি দিতে চাই, জওয়ান ল্যান্স নায়েকের পাশে মহিলা ও প্রৌঢ়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement